LIC Dhan Rekha Policy

LIC Dhan Rekha Policy – দেখে নিন বিনিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য।

বিনিয়োগকারীরা ব্যাংক, পোস্ট অফিস, শেয়ার মার্কেট অথবা অন্য কোন জায়গায় যেখানে বিনিয়োগ করলে (LIC Dhan Rekha Policy) নিরাপদ এবং ঝুঁকিহীন মনে করেন সেটি হল এলআইসি। বহু বছর ধরে এলআইসি ভারতের নাগরিকদের একাধিক স্কিমের মাধ্যমে পরিষেবা প্রদান করে চলেছে। আজকের প্রতিবেদনে আলোচনা করতে চলেছি এলআইসির জনপ্রিয় একটি স্কিম নিয়ে।

Advertisement

LIC Dhan Rekha Policy- বর্তমানে বিনিয়োগ (LIC Dhan Rekha Policy) করে ভবিষ্যৎকে সুরক্ষিত করার এটি একটি দুর্দান্ত পলিসি। খুব বেশিদিন হয়নি এটি চালু হয়েছে। LIC Dhan Rekha Policy চালু হয়েছে ২০২১ সালে। আপনি যদি এলআইসি তে বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে একবার অবশ্যই এই স্কিমের সম্বন্ধে ভেবে দেখতে পারেন।

পলিসিটির বৈশিষ্ট্য- এটি একটি মানি ব্যাক পলিসি (LIC Dhan Rekha Policy)। বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা পাবেন গ্যারান্টিড বোনাসও। এই পলিসের মিনিমাম সাম অ্যাসিওরড-এর পরিমাণ হল ২ লক্ষ টাকা। তবে নেই নির্দিষ্ট কোনো ঊর্ধ্বসীমা।
পলিসিটির বিশেষত্ব- এর বিশেষত্ব হলো প্রথম অংশে প্রাপ্ত অর্থ মেয়াদপূর্তির সময়ে মোট পরিমাণ থেকে বাদ দেওয়া হয় না।

Ads

কারা কিনতে পারবেন এই পলিসি?
যে কোন ভারতীয় নাগরিক পুরুষ-মহিলা নির্বিশেষে সকলেই কিনতে পারবেন এই পলিসি।
১) এলআইসি ধন রেখা পলিসিতে ৪০ বছরের টার্মে নূন্যতম আয়ু নির্ধারণ করা হয়েছে ৯০ দিন।
২) ৩০ বছরের টার্মে ২ বছর থেকে ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে আয়ু।
৩) ২০ বছরের টার্মে ন্যূনতম ৩ বছর থেকে সর্বাধিক ৩৫ বছর পর্যন্ত ঠিক করা হয়েছে আয়ু।

Advertisement

দেশজুড়ে রেশন কার্ড নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের, বদলে গেল সমস্ত নিয়ম

টাকা কিভাবে পাওয়া যাবে? (LIC Dhan Rekha Policy)
১) পলিসিটি যিনি করেছেন অর্থাৎ পলিসি হোল্ডার যদি পলিসির মেয়াদ থাকাকালীন মারা যান তাহলে তার পরিবারকে এই পলিসির অধীনে থাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
২) পলিসি চলাকালীন সময়ে পলিসি হোল্ডারের যদি নিয়মিত বিরতিতে যান তবে ‘সারভাইভাল’ সুবিধা পাওয়া যায়। তবে এক্ষেত্রে পলিসি কার্যকর থাকা একান্ত প্রয়োজন।
৩) পলিসির মেয়াদ সম্পূর্ণ উত্তীর্ণ হয়ে গেলে অবশ্যই পুরো টাকা একেবারে পাওয়া যাবে।

Advertisement

বোনাস অফার- বিনিয়োগকারীরা মাসিক/ ত্রৈমাসিক/ অর্ধবার্ষিক/ বার্ষিক ভিত্তিতে পাবেন কিস্তির অফার। (LIC Dhan Rekha Policy)
১) মাসিক ভিত্তিতে কিস্তির পরিমাণ ৫ হাজার টাকা।
২) ত্রৈমাসিক ভিত্তিতে কিস্তির পরিমাণ ১৫ হাজার টাকা।
৩) অর্ধবার্ষিক ভিত্তিতে কিস্তির পরিমাণ ২৫ হাজার টাকা।
৪) বার্ষিক ভিত্তিতে কিস্তির পরিমাণ ৫০ হাজার টাকা।

Ads

পশ্চিমবঙ্গে আবার বন্ধ হতে পারে স্কুল, আজ জানিয়ে দিলো শিক্ষা দপ্তর

মহিলাদের জন্য বিশেষ ছাড়- এলআইসি ধন রেখা পলিসি একটি নন-লিঙ্কড এবং ব্যক্তিগত সঞ্চয় বীমা পলিসি। বিনিয়োগকারীরা এই স্কিমে বিনিয়োগের জন্য একক এবং সীমিত- এই দুই প্রিমিয়াম পেমেন্ট বিকল্প বেছে নিতে পারেন। তবে মহিলারা যদি এই পলিসিতে বিনিয়োগ করেন অর্থাৎ মহিলাদের নামে যদি কেনা হয় এই পলিসি তবে সেক্ষেত্রে প্রিমিয়ামের হার কম হবে। আরো জানতে LIC-র অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। (LIC Dhan Rekha Policy)

তাহলে আর দেরি না করে চটপট ভাবনাচিন্তা শুরু করুন এবং বিনিয়োগ করুন এলআইসির এই ধন রেখা পলিসিতে। প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতির পর কলেজে শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের দাবি, বিস্তারিত জানুন

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *