SIP Investment – 1 হাজার টাকা ইনভেস্ট করুন আর পেয়ে যান 35 লাখ টাকা। নিজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখুন।

যত সময় এগোচ্ছে ততই মানুষ ভবিষ্যৎ (SIP Investment) নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন। উপার্জন করার পাশাপাশি কীভাবে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা যায় তার জন্য বিশেষ সঞ্চয়ের বিকল্পও দরকার। আজকাল অনেকেরই ১০০০ টাকা সিনেমা দেখা কিংবা কোন রেস্টুরেন্টের ডিনার যাওয়ার পিছনে খরচ হয়ে যায়। অনেকে আবার কোনওরকম গেজেট কিনেও খরচ করে ফেলেন এই টাকা।

Invest 1000rs on SIP Investment Get 35 Lakh Mutual Fund

অনেকেই এমন রয়েছেন যারা দিনে হাজার (SIP Investment) টাকার বেশি আয় করে থাকেন। তবে অনেকে বুঝে উঠতে পারেন না কোথায় তাঁরা সঠিক বিনিয়োগ করবেন! বিনিয়োগ করার আগে মানুষের মনে আসে বিভিন্ন রকম প্রশ্ন। যেমন অল্প পরিমাণ বিনিয়োগ করলে কী রিটার্ন পাবে তারা!

হাজার টাকার মতো কোনো ছোট বিনিয়োগ কী আদৌ বড় অংকের রিটার্ন দিতে পারবে একসময়! এটি জানতে খুব সুন্দর ভাবে ব্যবহার করা যেতে পারে অনলাইন ক্যালকুলেটরের। বছরের পর বছর ধরে করে আসা বিনিয়োগ একটি সুশৃংখল উপায়ে ৩৫.২৭ লক্ষ টাকার কর্পাস তৈরি করতে সাহায্য করে তা অনেকেরই অজানা।

বছরে যদি কোনও ব্যক্তি বারো হাজার টাকা দিয়ে বিনিয়োগ করেন তাহলে মোট রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে ৩৫ লক্ষ টাকার বেশি। এই বিনিয়োগ করতে পারবেন এসআইপির মাধ্যমে। খুব সহজভাবে বুঝিয়ে বলতে গেলে যদি বার্ষিক চক্রবৃদ্ধির রিটার্ন একটি পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে (SIP Investment) মিউচুয়াল ফান্ড অনুযায়ী ১২ শতাংশ হয়।

তাহলে রিটার্ন হিসাবে খুব সহজেই আসতে পারে এই বড় অংকের টাকা। এসআইপিতে ইনভেসমেন্ট করার আগে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন কীভাবে কাজ করে? কেন এত বড় পরিমাণে যৌগিক রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখা যায়? যা আজকের প্রতিবেদনে সবটাই খোলসা করা হবে।

এস আই পি কী?

সবার প্রথমে জেনে নেওয়া দরকার এসআইপি আসলে কী! এটি হল Mutual Fund বা মিউচুয়াল ফান্ড বিনিয়োগে একটি জনপ্রিয় কৌশল। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি দ্বারা পরিচালিত এক বা একাধিক মিউচুয়াল ফান্ড স্কিমে SIP Investment দিয়ে শুরু করা যেতে পারে বিনিয়োগ। এর সর্বনিম্ন পরিমাণ ১০০ টাকা। যদিও বেশিরভাগ স্কিমে সর্বনিম্ন পরিমাণ এর কথা ৫০০ টাকায় বলা রয়েছে।

এসআইপির সুবিধা কী?

এই টাকার গড় খরচ বাজারের অস্থিরতা কমাতে সাহায্য করে। যদি কোনও ব্যবহারকারী এসআইপির মাধ্যমে বিনিয়োগ করতে শুরু করেন তিনি NAV ক্রয় করে থাকেন। যদি NAV এর মূল্য কুড়ি টাকা হয় কিংবা কেউ যদি হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি ৫০টি NAV কিনতে সক্ষম হবেন।

প্রতিমাসে 20 টাকা বিনিয়োগ করুন, নিজের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করুন।

পরের মাসে যদি NAV এর দাম কমে যায় ১৮.৫০ টাকা তিনি যদি মোট ৫৪টি NAV কিনবেন। যদি তার পরের মাসের দাম বেড়ে ২১.৫০ টাকা হয় তাহলে তিনি কিনবেন ৪৬.৫১টি। NAV এর এই ধরনের ওঠানামা টাকার গড় খরচ হিসাবে সাহায্য (SIP Investment) করে।

এসআইপির চক্রবৃদ্ধির সুবিধা প্রদান করে শুধু তাই নয় গ্রাহকরা নিজের মূলধনে এবং সামগ্রিক রিটার্নে পান মোটা টাকা। উদাহরণ দিয়ে বুঝিয়ে বলা যাক কেউ যদি কোনও একটি স্কিমে ১০ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তিনি রিটার্ন পাবেন ১২ শতাংশ। তাহলে মোট বিনিয়োগের পরিমাণ হয়ে দাঁড়াবে ১১,২০০ টাকা।

Personal Loan বা ব্যাক্তিগত ঋণ

১০০০ টাকা এসআইপিতে বিনিয়োগ করে কীভাবে কর্পাস ৩৫ লক্ষ টাকা উঠতে পারে?
কেউ যদি Mutual Fund বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এস আই পি তে প্রত্যেক মাসে হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি প্রতিবছর বার শতাংশ রিটার্ন পাবেন। এবার যদি তিনি কুড়ি বছরের জন্য বিনিয়োগ করে থাকেন তাহলে তার মোট বিনিয়োগের অংক দাঁড়াবে দু’লক্ষ ৪০ হাজার টাকা।

আনুমানিক আয় হবে সাত লক্ষ ৫৯,১৪৮ টাকা। যার বিনিয়োগের মোট মূল্য হবে ৯,৯৯,১৪৮ টাকা। কেউ যদি এভাবে পরবর্তী পাঁচ বছরের জন্য Mutual Fund বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ চালিয়ে যেতে পারেন তাহলে তার বিনিয়োগের (SIP Investment) অংক হবে তিন লক্ষ টাকা।

ক্রেডিট কার্ড ও পার্সোনাল লোন গ্রাহকদের বিরাট সুখবর। টাকার দরকার হলে এইভাবে আবেদন করুন।

যার আনুমানিক আয় হবে ১৫,৯৭,৬৩৫ টাকা। মোট লাভ হবে ১৮ লক্ষ ৯৭ ৬৩৫ টাকা। এইভাবে কেউ যদি ৩০ বছর ধরে নিজের বিনিয়োগ চালিয়ে যেতে পারেন তাহলে বিনিয়োগের মোট পরিমাণ হয়ে দাঁড়াবে ৩ লক্ষ ষাট হাজার টাকা। যার আনুমানিক (SIP Investment) আয় হবে ৩১,৬৯,৯১৪ টাকা এবং মোট লাভ হবে ৩৫,২৯,৯১৪ টাকা।

সম্পাদক

Leave a Comment