খাদ্য সাথী আমার রেশন (Khadya Sathi Amar Ration)

বাংলার রেশন কার্ড হোল্ডারদের জন্য খাদ্য সাথী আমার রেশন (Khadya Sathi Amar Ration) প্রকল্পের মাধ্যমে বিরাট সুবিধা এনে দিল পশ্চিমবঙ্গ সরকার। এই মুহূর্তে রাজ্যে প্রায় ১০ কোটি মানুষের রেশন কার্ড রয়েছে। এই রেশন কার্ডের মাধ্যমে নিয়মিত তারা রেশন দোকান থেকে খাদ্যশস্য সংগ্রহ করে থাকেন। দেশ জুড়ে প্রায় 80 কোটি মানুষের রেশন কার্ড রয়েছে।

Advertisement

Khadya Sathi Amar Ration Status Check মোবাইল অ্যাপ নিয়ে এলো রাজ‍্য সরকার।

সমাজের অধিকাংশ মানুষ রেশন কার্ড দিয়ে রেশন ডিলারদের কাছ থেকে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে চাল, আটা, চিনি, ডাল সহ বিভিন্ন ধরনের খাদ্যশস্য সংগ্রহ করেন। সেক্ষেত্রে রেশন কার্ড অনুযায়ী তারা এই ধরনের পরিষেবা পেয়ে থাকেন। এবার রেশন কার্ডে একশ্রেণীর ডিলারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে দেখা গিয়েছে।

তাছাড়া রেশন কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের কালোবাজারির অভিযোগ শোনা যায়। তবে সেই দিকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে দুয়ারে রেশন (Duare Ration) পরিষেবা চলছে। যার মাধ্যমে রাজ্যবাসী নিজের পাড়াতেই ঘরের কাছে রেশন পরিষেবা পাচ্ছেন। এবার রেশন কার্ডে (Khadya Sathi Amar Ration) বিভিন্ন ধরনের সমস্যা হতে দেখা যায়।

Ads

যেমন কোথাও নাম ভুল, কোথাও আবার ঠিকানা ভুল, কিংবা অন্য কোনো ধরনের ভুল রয়েছে, যা সংশোধন করার খুবই প্রয়োজন। কারণ রেশন কার্ডের ভুল সংশোধন না করলে ভবিষ্যতে সমস্যা তৈরি (Ration Card Correction) হতে পারে। রেশন কার্ড বেশ কিছু জায়গায় নথি হিসেবে ব্যবহার করা হয়। এবার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য রাজ্য সরকারের তরফে রেশন কার্ডের বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করার লক্ষ্যে নতুন এক মোবাইল অ্যাপ (Mobile App) নিয়ে আসা হয়েছে।

Advertisement
Aadhaar Card - আধার কার্ড

এই অ্যাপটি গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ডাউনলোড করা যাবে। পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল এই অ্যাপের নাম- খাদ্য সাথী আমার রেশন (Khadya Sathi Amar Ration)
এই অ্যাপের মাধ্যমে রেশন কার্ডে কোনো ভুল থাকলে ঘরে বসেই সংশোধন করে নিতে পারবেন।

Advertisement

সেক্ষেত্রে Khadya Sathi Amar Ration অ্যাপটি ডাউনলোড করার পর Ration Beneficiary অপশনে ক্লিক করে যে মোবাইল নম্বরটি রেশন কার্ডে লিংক করা রয়েছে, সেটি দিয়ে Send OTP-তে ক্লিক করতে হবে। তারপরে যে ওটিপি আসবে সেটি নির্দিষ্ট জায়গায় দিয়ে Submit করলেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আর সমস্ত ভুল সংশোধন করতে পারবেন।

Ads

আরও পড়ুন, ব্যবসা করতে 10 লাখ টাকা দিচ্ছে সরকার, আজই আবেদন করুন।

তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এতে গিয়ে Ration Card Option-এ গিয়ে Apply for Correction in the Existing Ration Card অপশনে ক্লিক করতে হবে। তারপরে নির্দিষ্ট মোবাইল নম্বর দিয়ে Send OTP-তে ক্লিক করলে ওটিপি আসবে। সেটি Khadya Sathi Amar Ration নির্দিষ্ট জায়গায় বসিয়ে সাবমিট করতে হবে। এরপর ৫ নম্বর ফরম ফিলাপ করতে হবে। সঠিক ডকুমেন্ট দিয়ে ফিলআপ করতে হবে।

আরও পড়ুন, পুরনো 5 টাকার নোটে এই ছবি থাকলেই লক্ষী লাভ! রাতারাতি লাখ টাকা পাওয়ার সুযোগ।

এছাড়াও রেশন কার্ড Khadya Sathi Amar Ration Status Check করতে পারবেন।
সেক্ষেত্রে Check Status for Ration Card Application অপশনে ক্লিক করে মোবাইল নম্বর এবং Captcha Code দিয়ে সাবমিট করলেই রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন।

Advertisement
One thought on “Khadya Sathi Amar Ration – পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। দারুন সুবিধা পাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *