জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার জন্য এক ক্লিকেই জানা যাবে।

এবার থেকে MyScheme Portal এর মাধ্যমে হাতের কাছেই মিলবে সমস্ত সরকারি প্রকল্পের তথ্য ও সাহায্য। কেবল একটি ক্লিক করলেই সরকার দুয়ারে এসে পরিষেবা দিয়ে যাবে আপনাকে। কোন সরকারি প্রকল্পের সুবিধা থেকেই আর বঞ্চিত হতে হবে না কাউকে। কি ভাবছেন, এটা দুয়ারে সরকার না। এটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে MyScheme Portal এর মাধ্যমে চালু করা নতুন একটি পদ্ধতি।

Modi Govt. Launched MyScheme Portal for benefits

যার মাধ্যমে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের মিলিয়ে কমপক্ষে ১০০০ এরও বেশি স্কিম আপনি এক্সেস করতে পারবেন। আর এক ক্লিকেই সরাসরি সুবিধাও নিতে পারবেন এর থেকে। এখনই জেনে নিন এই সহজ পদ্ধতি সম্পর্কে।

ভারত বিশাল জনসংখ্যার দেশ। আর এই বিশাল জনসংখ্যার কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অনেক ধরনের প্রকল্প চালু করেছে। শুধু কেন্দ্র কেন, বিভিন্ন রাজ্যের সরকার গুলি থেকেও কম জনমুখি প্রকল্প তৈরি হয়নি এখনো পর্যন্ত। কিন্তু দেশবাসীর জন্য চালু করা হলেও অনেক সময় অনেক মানুষই বঞ্চিত থেকে যায় এই সমস্ত সরকারের সুবিধা পাওয়া থেকে।

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যাদের প্রকৃত দরকার তারাই পান না এইসব প্রকল্পের সুবিধা। কিন্তু এবার থেকে আর এরকম হবে না। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছে, দেশের মানুষের ভালো মন্দের দিকটা দেখাই তাদের কাজ। তাই যে সমস্ত প্রকল্পগুলি চালু হচ্ছে সেগুলির সুবিধা যাতে যোগ্য ব্যক্তিরা সঠিকভাবে পান, সেই উদ্দেশ্যে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Benefits of MyScheme Portal

কেন্দ্রীয় সরকার দ্বারা নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালের নাম হল myScheme.gov.in। এখনো পর্যন্ত কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার কর্তৃক যতগুলি স্কিম বা প্রকল্প চালু করা হয়েছে সবগুলির একমাত্র ঠিকানা হলো এই পোর্টাল। সরকার কেবল দরিদ্র বা মধ্যবিত্তদের জন্যই স্কিম তৈরি করে না। দেশের সকল শ্রেণীর মানুষ দের জন্য ভিন্ন ভিন্ন রকমের সরকারি প্রকল্প রয়েছে।

MyScheme Portal Lists

কিন্তু আমরা সেই সব গুলির নাম জানিনা। তাই সুবিধাও পাই না। MyScheme পোর্টালে মোট ৫৮৩টি স্কিম রয়েছে, যার মধ্যে কেন্দ্রের ২২৫টি স্কিম এবং রাজ্য সরকারের ৩৫৮টি স্কিম রয়েছে। ফলে আপনার পছন্দ ও যোগ্যতা মত যে কোন স্কিম আপনি বেছে নিতে পারেন।
এই পোর্টালে বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী প্রকল্পগুলিকে সাজানো হয়েছে। এর মধ্যে আছে, Agriculture, Education, IT, Employment, Housing, Sports, Travel, Tourism ইত্যাদি।

Click Here

MyScheme Portal এর প্রকল্প সমূহের মধ্যে যেকোনো একটিতে ক্লিক করে আপনারা সেই সংক্রান্ত বিভিন্ন স্কিম যেগুলি কেন্দ্র তথা রাজ্য সরকার মারফত চালু করা হয়েছে সেগুলি এক্সেস করতে পারবেন। প্রকল্পের নাম, যোগ্যতা, সুবিধা ও অন্যান্য বিবরণ সমস্ত কিছুই পেয়ে যাবেন একই জায়গায়। এর মধ্যে আপনার যেটি খুশি এবং আপনি যেটির যোগ্য সেই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

আরও পড়ুন, সিম কার্ড কেনার নতুন নিয়ম চালু করলো মোদী সরকার। আর ইচ্ছে মতো সিম কেনা যাবে না। 10 লক্ষ জরিমানা।

কিভাবে আবেদন করতে হবে?

১) প্রথমে নিজের স্মার্ট ফোন অথবা কম্পিউটার থেকে myScheme.gov.in পোর্টালটি আপনাকে ওপেন করতে হবে।
২) হোমপেজে আসার পর এখন আপনাকে Find Schemes For You তে ক্লিক করতে হবে।
৩) তারপরে মোট ৭ টি ধাপে তথ্য পূরণ করার জন্য তথ্য চাওয়া হবে। বিভিন্ন তথ্য যেমন আপনার বয়স, রাজ্য, লিঙ্গ ইত্যাদি লাগবে এক্ষেত্রে।

আরও পড়ুন, প্রতিদিন মাত্র 4 ঘন্টা কাজ করলে LIC দেবে মাসে 20 হাজার টাকা। আজই আবেদন করুন।

৪) MyScheme Portal এ সঠিক তথ্য দেওয়ার পরে আপনার জন্য কোনটি ভাল স্কিম সে সম্পর্কে তথ্য খুলবে।
৫) এরপর সেই স্কিমের নিচে থাকা আবেদনের লিংকে ক্লিক করে সরাসরি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনি এপ্লাই করতে পারেন।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button