Bank Holidays – ডিসেম্বর মাসে মোট 18 দিন ব্যাংক বন্ধ থাকবে। চলেছে! কোন কোন দিন ছুটি থাকবে তালিকা দেখুন।
শেষ হতে চলেছে উৎসবের মাস আর তার সাথেই শেষ হতে চলেছে Bank Holidays বা ব্যাংকের সমস্ত ছুটি। আর কয়েকদিন পরেই ডিসেম্বর মাস আসন্ন। সাধারণত মানুষ ভাবছেন যে যেহেতু এর পরের মাসে তেমন কোনো উৎসব নেই, তাই ছুটির সংখ্যা অতান্ত কম। কিন্তু তা একেবারেই না। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) তরফে আগামী মাসে Bank Holidays এর তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে, এই মাসে সবমিলিয়ে মোট ১৮ দিন ব্যাংক বন্ধ রাখার বার্তা দিয়েছে সরকার কর্তৃপক্ষ। জানা গেছে যে, এই মাসে বেশ কয়েকটি বিশেষ ছুটির কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে।
December Bank Holidays In India 2023.
সব ক্ষেত্রেই যে জাতীয় স্তরে ছুটি তা নয়, কিছু কিছু রাজ্যের বিশেষ উৎসবের কারণে শুধু সেই রাজ্যের ব্যাংকগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে রিজার্ভ ব্যাংক কর্তৃক। ছুটির ফলে দেশের সমস্ত ব্যাঙ্কগুলিকে নিজেদের কাজকর্ম বন্ধ রাখতে বলা হয়েছে এই দিনগুলিতে। তাই আপনারা যদি এখনো এই সমস্ত দিনগুলিতে নিজের কোন প্রয়োজনীয় কাজ করবার কথা ভেবে থাকেন তাহলে দ্রুত সতর্ক হয়ে যান।
সমস্ত কাজ এই ছুটি বা Bank Holidays এর আগেই সেরে নিন অথবা মাঝে যে কয়েক দিন ছুটি থাকবে না সেই দিনগুলিতেও নিজেদের সকল প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করে নিতে পারেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে এই ১৮ দিন ব্যাংকের কোন কাজ অফলাইনে করা হবে না। হ্যাঁ তবে অনলাইনে বিভিন্ন কাজের সুবিধা গ্রাহকরা অবশ্যই নিতে পারেন। যেমন টাকা তোলা, টাকা জমা দেওয়া সহ অন্যান্য অফিসিয়াল কাজ কিছুই এই কয়েকটি দিন ব্যাংকগুলিতে করা হবে না।
তবে বিভিন্ন ব্যাংকের এটিএম সর্বদাই খোলা থাকবে। এছাড়া কোন অনলাইন পদ্ধতিতেও ব্যাংকের বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এই ডিসেম্বর মাসে ব্যাংক বন্ধ থাকবে মোট 18 দিন। চলুন তবে দেখে নেওয়া যাক যে ডিসেম্বর মাসে Bank Holidays কোন কোন দিন থাকবে।
বিদ্যুৎ দপ্তরে প্রচুর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইনে আবেদন করুন।
কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে?
3rd ডিসেম্বর 2023 – রবিবারের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে৷
4th ডিসেম্বর 2023 – সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসবের কারণে গোয়াতে ব্যাঙ্ক ছুটি থাকবে৷
9th ডিসেম্বর 2023 – দ্বিতীয় শনিবারের কারণে ব্যাংক ছুটি থাকবে।
10th ডিসেম্বর 2023 – রবিবারের কারণে এই দিনে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
12th ডিসেম্বর 2023 – পা-টোগান নেংমিঞ্জা সাংমার কারণে মেঘালয়ে ব্যাঙ্ক ছুটি থাকবে।
13th ডিসেম্বর 2023 – সিকিমে Losung/Namsung-এর কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে।
14th ডিসেম্বর 2023 – লোসুং/নামসুং-এর কারণে সিকিমে ব্যাঙ্ক ছুটি থাকবে।
17th ডিসেম্বর 2023 – রবিবারের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে।
18th ডিসেম্বর 2023 – মেঘালয়ে ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকীর কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে।
19th ডিসেম্বর 2023 – গোয়া মুক্তি দিবসের কারণে গোয়াতে ব্যাঙ্কগুলির জন্য ছুটি থাকবে।
23rd ডিসেম্বর 2023 – চতুর্থ শনিবারের কারণে ব্যাংক ছুটি থাকবে।
24th ডিসেম্বর 2023 – রবিবারের কারণে ব্যাংক ছুটি থাকবে।
25th ডিসেম্বর 2023 – ক্রিসমাস বা বড় দিনের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
কম দামে ভারতীয় বাজারে মোবাইল ফোন আনল JIO. দুর্দান্ত ফিচার্সের সঙ্গে আরও আকর্ষণীয় অফার।
26th ডিসেম্বর 2023 – ক্রিসমাস উদযাপনের কারণে মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
27th ডিসেম্বর 2023 – ক্রিসমাসের কারণে নাগাল্যান্ডে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
30th ডিসেম্বর 2023 – U Kiang Nangbah এর কারণে মেঘালয়ে ব্যাংক বন্ধ থাকবে।
31st ডিসেম্বর 2023 – রবিবারের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে৷
Written by Nabadip Saha.