Home Loan - হোম লোন

কোন ব‍্যাঙ্কের হোম লোন নেবেন? Home Loan এ কত EMI ,কত চার্জ দিতে হবে?

বাড়ি বানানোর জন্য ঋণ বা Home Loan নিতে চাইলে এই প্রতিবেদনটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ।
সবারই একটা স্বপ্ন থাকে নিজের বাড়ি তৈরি করার কিংবা একটি ভাল ফ্ল‍্যাট কেনার। নিজের মাথা গোঁজার ঠাই তৈরি করতে চান সকলেই। আর সেই লক্ষ্যে প্রথমেই সবাই চান একটি সুন্দর বাড়ি তৈরি (Dream Home) করতে। কিন্তু বাড়ি করতে গেলে জমি লাগবে। জমি যদি থাকে তাহলে তো সুবিধা, আর তা না হলে জমি কেনার পরেই বাড়ি তৈরি করতে হবে।

আর তাছাড়া বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ কোনো শহরাঞ্চল এলাকায় Flat কিনতে চাইছেন। বাড়ি বা ফ্ল্যাট যাই হোক না কেন, তা কেনার জন্য গৃহঋণ বা Home Loan নিতেই হয়। কারণ একলপ্তে অত পরিমাণ টাকা অধিকাংশ মানুষই ব্যয় করতে পারেন না। ফলে বিভিন্ন ব্যাংক, বার্থিক প্রতিষ্ঠানের হোম লোনের দিকেই নজর দিতে হয়।

এই প্রতিবেদনে জেনে নেওয়া হবে, কোন ব্যাংক কত টাকার হোম লোন (Home Loan) দেয়, সেই লোনের ইএমআই কত হবে, লোনের প্রসেসিং ফি কত, কত বছর ধরে ইএমআই দিতে হবে, আনুষঙ্গিক আরও কোনো খরচ আছে কিনা, সুদের হার কত, বিভিন্ন ব্যাংকের হোম লোন সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হলো, একবার দেখে নিন।

হোম লোন (Home Loan) ৩০ লক্ষ টাকা। ঋণের মেয়াদ ২০ বছর:

Union Bank of India:

সুদের হারঃ ৮.৫ থেকে ১০.৮%
ইএমআইঃ ২৬,০০০৩৫ টাকা থেকে ৩০ হাজার ৫৫৮ টাকা।
প্রসেসিং ফিঃ সর্বোচ্চ ১৫০০০ টাকা With GST

Bank of India:

সুদের হারঃ ৮.৪৫ থেকে ১০.৭৫ শতাংশ
ইএমআইঃ ২৫৯৪০ টাকা থেকে ৩০ হাজার ৪৫৭ টাকা।
প্রসেসিং ফিঃ মিনিমাম ১৫০০ থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা

Indian Bank Home Loan:

সুদের হারঃ ৮.৫ থেকে ১০.১ শতাংশ
ইএমআইঃ ২৬,০৩৫ টাকা থেকে ২৯ হাজার ১৫০ টাকা
প্রসেসিং ফিঃ সর্বোচ্চ ৫০ হাজার টাকা

SBI ICICI Banking Service in Smartphone

HDFC bank Home Loan:

সুদের হারঃ ৮.৫ থেকে ৯.৬ শতাংশ
ইএমআইঃ ২৬০৩৫ থেকে ২৮ হাজার ১৬০ টাকা
প্রসেসিং ফিঃ ৩ হাজার থেকে ৪৫০০ টাকা With GST

Bank of Baroda:

সুদের হারঃ ৮.৬ থেকে ১০.৬ শতাংশ
ইএমআইঃ ২৬ হাজার ২২৫ থেকে ৩০ হাজার ১৫৩ টাকা
প্রসেসিং ফিঃ ৮ হাজার ৫০০ টাকা অফলাইনে ঋণগ্রহীতাদের প্রযোজ্য With GST

Punjab National Bank:

সুদের হারঃ ৮.৬ থেকে ৯.৪৫ শতাংশ
ইএমআইঃ ২৬ হাজার ২২৫ থেকে ২৭ হাজার ৮৬৬ টাকা
প্রসেসিং ফিঃ ২০২৪ সালের ৩১ শে মার্চ পর্যন্ত NIL

আরও পড়ুন, সবার ব্যাংক একাউন্ট থেকে 436 টাকা কাটবে, ব্যালান্স না থাকলে আজই টাকা জমা করুন।

Indian Overseas Bank:

সুদের হারঃ ৮.৮৫ থেকে ৯.৫৫ শতাংশ
ইএমআইঃ ২৬ হাজার ৭০৩ থেকে ২৮ হাজার৬২ টাকা
প্রসেসিং ফিঃ সর্বোচ্চ ২৫ হাজার টাকা With GST
ব্যাংকের হোম লোনের প্রসেসিং ফি সম্বন্ধে এখানে যে তথ্য দেওয়া হল, ব্যাংকের শাখায় গিয়ে সেই বিষয়ে শতাংশের হিসেবে সম্পূর্ণটা জেনে নিতে হবে। কারণ বিভিন্ন ব্যাংকের প্রসেসিং ফি বিভিন্ন পদ্ধতিতে নির্ধারণ করা হয়ে থাকে।