SBI ICICI Banking Service in Smartphone

ব্যাংকের শাখায় গিয়ে লাইনে দাঁড়ানোর দিন আর নেই। SBI ও ICICI Bank তথা যেকোনো রাষ্ট্রীয় ও প্রাইভেট ব্যাংকে একাউন্ট থাকলে ঘরে বসেই হাতের স্মার্টফোন দিয়ে নিমেষের মধ্যে ব্যাংকিং ট্র‍্যানজাকশন (Banking Service in Smartphone) সহ আর্থিক লেনদেনের কাজ করে ফেলা যায়। Banking Transaction সহ বিভিন্ন কাজ করার জন্য আর কোথাও ছুটোছুটি করতে হবে না।

SBI ICICI Banking Service in Smartphone

সমস্ত SBI ও ICICI ব্যাংক গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য অনলাইনে সমস্ত পরিষেবাই উপলব্ধ করে দিয়েছে। আর ব্যাংকিং কাজকর্মের ক্ষেত্রে যে সমস্ত ব্যাংকগুলি গ্রাহকদের অনলাইনের মাধ্যমে সমস্ত কাজ করার সুবিধা করে দেবে, স্বাভাবিকভাবেই তাদের গ্রাহক সংখ্যাও বৃদ্ধি পাবে। আর এখানেই ব্যাংকগুলোর মধ্যেও শুরু হয়েছে বিরাট প্রতিযোগিতা।

ব্যাংকে লাইন দিয়ে টাকা তোলা, জমা দেওয়া, টাকা ট্রান্সফার করা থেকে পাসবুক আপডেটসহ সমস্ত কাজকর্মই হাতের মুঠোফোন থেকে করে ফেলা যায়। এবার আরো একধাপ এগিয়ে দেশের বৃহত্তম ব্যাংক State Bank of India এবং বেসরকারি বৃহত্তম ব্যাংক ICICI তাদের গ্রাহকদের জন্য নতুন সুবিধা দিতে চলেছে। কি সেই সুবিধা?

SBI ও ICICI ব্যাংকে নতুন সুবিধা

SBI এবং ICICI ব্যাংক তাদের গ্রাহকদের জন্য রূপে ক্রেডিট কার্ড (Rupay Credit Card) থেকেই ইউপিআই লেনদেনের (UPI Transaction) সুবিধা দিতে চলেছে। দুই ব্যাংকের গ্রাহকেরাই তাদের রূপে ক্রেডিট কার্ড BHIM অ্যাপের সঙ্গে লিঙ্ক করে আর্থিক লেনদেনের সুবিধা পাবেন। রূপে ক্রেডিট কার্ডকে UPI অ্যাপের সঙ্গে লিঙ্ক করিয়ে SBI এবং ICICI ব্যাংকের গ্রাহকেরা টাকার লেনদেন করতে পারবেন।

RBI চলতি বছরের শুরুতেই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউপিআই পেমেন্টের সুবিধা চালু করার সিদ্ধান্ত নেয়। তবে এক্ষুনি গ্রাহকেরা পিয়ার টু পিয়ার পেমেন্টের সুবিধা পাবেন না। BHIM অ্যাপ ছাড়াও আরো বেশ কিছু UPI অ্যাপ্লিকেশনগুলিতে নির্বাচিত ব্যাংকগুলির রূপে ক্রেডিট কার্ড এর সুবিধা পাওয়া যাবে। সেগুলি হল, Google Pay, Phone Pay, Paytm- এর মত UPI Application.

আরও পড়ুন, সবার ব্যাংক একাউন্ট থেকে 436 টাকা কাটবে, ব্যালান্স না থাকলে আজই টাকা জমা করুন।

অর্থনৈতিক রিপোর্ট অনুযায়ী, 11 টি ব্যাংকের Rupay Credit Card BHIM অ্যাপের মাধ্যমে লিংক করানো সম্ভব। যার ফলে গ্রাহকেরা BHIM অ্যাপ থেকে ইউপিআই লেনদেনের সুবিধা পেতে চলেছেন। তবে এসবিআই এবং আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকদের ক্রেডিট কার্ড লিঙ্ক করার জন্য BHIM UPI Account খুলতে হবে। কিভাবে BHIM UPI Account খুলবেন, একবার দেখে নেওয়া যাক।

লটারি কাটার ফর্মুলা (Lottery winning Tips)

আপনার নিজস্ব ব্যাংক একাউন্ট ডিটেলস অপশনে যেতে হবে।
সেখানেই অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন পেয়ে যাবেন।
এরপরেই ক্রেডিট কার্ড লিঙ্ক করার সুবিধা শুরু করতে পারবেন।
৬টি সংখ্যা দিয়ে কার্ডের বৈধতা প্রমাণ করতে হবে।

চিট ফান্ড এর টাকা ফেরত দিচ্ছে কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গের নাগরিকেরা সার্টিফিকেট সহ আবেদন

তারপর আপনার মোবাইল ফোন নম্বরে একটি OTP আসবে।
OTP দেওয়ার পরে UPI PIN সেট করতে হবে।
এই প্রক্রিয়া সম্পন্ন হলেই নতুনভাবে টাকার লেনদেন করতে পারবেন।