বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি দিচ্ছে রাজ্য সরকার, এই সুযোগ নিতে এখুনি আবেদন করুন।

প্রশিক্ষণ শেষে মিলবে চাকরি, সম্পূর্ণ ফ্রী ট্রেনিং দিচ্ছে সরকার।

শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই আর চাকরি হয় না। Vocational Training বা Specialisation না থাকলে ডিগ্রি বা ডিপ্লোমা সহ উচ্চ শিক্ষাগত যোগ্যতা দিয়ে কাজের বাজারে আর দাঁড়ানো যায় না। চাকরি পেতে গেলে যে কোনো একটি কারিগরি বিষয়ের উপরে দক্ষ হতে হয়। বর্তমানে তাই হাতের কাজ শেখার জন্য যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। বাস্তবে কোনো একটি কারিগরি প্রশিক্ষণ (Vocational Training) নেওয়া থাকলে তার উপর দাঁড়িয়ে ভবিষ্যতে কাজ পাওয়া যায়।

Skill Development Vocational Training

আর সেই দিকে গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এবার এই প্রশিক্ষণ সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কথাটি অনেকেই জানেন। শিল্পের উন্নতির জন্য ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এর চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। আগামী দিনে আরও এর চাহিদা বাড়বে ।

কি বিষয়ে প্রশিক্ষণ

অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন (Advanced Industrial Automation)
আবেদনের বয়স সীমা:
১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
এই প্রশিক্ষণের জন্য 200 টি আসন বরাদ্দ রয়েছে।

কোথায় ট্রেনিং দেওয়া হবে?

West Bengal SC, ST, OBC Development and Finance Corporation (Skill Development) দফতরের পরিচালনায় International Institute of Advance Training On Control and Automation Institute- এর মাধ্যমে এই ট্রেনিং দেওয়া হবে।
সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ পেয়ে যাবেন।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে বাতিল 2 কোটি রেশন কার্ড, নিজের কার্ড চালু আছে কিনা চেক করে নিন।

আবেদনের যোগ্যতা:

পশ্চিমবঙ্গের কোনো স্বীকৃত কলেজ বা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী বা ডিপ্লোমা থাকতে হবে।
আবেদনকারীকে তফসিলি জাতি অথবা তফসিলি উপজাতি হতে হবে।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্সট্রুমেশন ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী বা ডিপ্লোমা থাকতে হবে।

Work From Home online earning websites

ট্রেনিং সেন্টার:

ট্রেনিং করার জন্য কোলকাতার সার্কেল অফিসে যোগাযোগ করতে পারেন। ঠিকানা নিন্মরূপঃ
FE-68, Sector-III, Salt Lake, Kolkata- 700106
বিস্তারিত জানতে 9830 773839 এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন, ঘরে বসে হাতের মোবাইল দিয়ে হাজার হাজার টাকা রোজগারের সহজ উপায়।

এছাড়া এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। চাকরি ও শিক্ষা সংক্রান্ত আরও পোস্ট এর জন্য সুখবর বাংলা ফলো করুন।
এছাড়া আরও চাকরির খবর পেতে এখানে ক্লিক করুন।
এই বিষয়ে আরও জানতে এখানে ক্লিক করুন।

সুখবর বাংলা

Leave a Comment