Primary Teacher Recruitment – রাজ্যে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু।

বর্তমানে চাকরির অবস্থা বেশ ভালো নয়। বিশেষ করে সরকারি (Primary Teacher Recruitment) চাকরির অবস্থা। তবে আজকের প্রতিবেদন কিছুটা খুশি করবে বেকার বেকার চাকরি প্রার্থীদের। যারা একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করছেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা শিক্ষকতার সাথে যুক্ত হতে চান তাদের জন্য সুখবর। চাকরি সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

WB Children Home Blind Boys School Primary Teacher Recruitment

Children Home For Blind Boys School এর তরফ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই স্কুলে কয়েকজন Primary Teacher Recruitment বা শিক্ষক নিয়োগ করা হবে। সবচেয়ে উল্লেখ্য বিষয় আপনি যদি BED বা DLED বা করে থাকেন তাও এই পরীক্ষায় আবেদন করতে পারবেন।

  • পদের নাম
  • সময়সীমা
  • আবেদন পদ্ধতি
  • নিয়োগ পদ্ধতি

পদের নাম

Children Home For Blind Boys School এ একাধিক বিষয়ে Primary Teacher Recruitment বা শিক্ষক নিয়োগ করা হবে। যে সকল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল।

  • Science (Academic)
  • English (Academic)
  • Braille (Academic)
  • Mobility (Academic)
  • Compute(Academic)
  • Music
  • Music–Tabla
  • Yoga/PT/Meditation

পোস্ট অফিসে মাধ্যমিক পাশে পার্মানেন্ট চাকরির সুযোগ। মাসিক বেতন 20 হাজার টাকা।

সময়সীমা

প্রাইমারি শিক্ষক নিয়োগ বা Primary Teacher Recruitment উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি

প্রাইমারি শিক্ষক নিয়োগ বা Primary Teacher Recruitment এর প্রার্থীরা অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। স্কুলের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফ্রম ফিলাপ করে প্রয়োজনীয় নথি অ্যাটাচ করে সাবমিট করতে হবে।

ICDS Anganwadi Recruitment - অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি

এই প্রাইমারি শিক্ষক নিয়োগ বা Primary Teacher Recruitment এর চাকরি পরীক্ষায় ইন্টারভিউ নেওয়া হবে। কোনো লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউ পাশ করলেই তিনি যোগ্য বলে নিয়োগ করা হবে। চলতি বছর মার্চের ১০ তারিখে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। সেইদিন আবেদনকারীদের সমস্ত প্রয়োজনীয় নথির অরজিনাল কপি ও আবেদন ফ্রম সঙ্গে নিয়ে যেতে হবে। ইন্টারভিউ প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে শিক্ষক।

আগামী মাস থেকেই পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি, ছুটি, নিয়োগ সহ প্রচুর সুবিধা চালু হচ্ছে।

উক্ত চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা ৬ মার্চ তারিখ অবধি আবেদনপত্র জমা দিতে পারবেন।
আপনিও যদি আবেদন করতে চান স্কুলের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তারপর আবেদন করুন। বর্তমানে একটা স্কুলের চাকরি পাওয়া খুবই দুষ্কর। তাই যদি আপনি শিক্ষকতার স্বপ্ন দেখে থাকেন এই স্কুলে আবেদন করতে পারেন। এমন আরও চাকরির খবর জানতে এই পেজ ফলো করুন।

সম্পাদক

Leave a Comment