wbbse Madhyamik History suggestion p2

WBBSE Madhyamik History Suggestion 2023, মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩। Get West Bengal Board Of Secondary Education Madhyamik History Suggestion 2023. পার্ট-২। West Bengal Madhyamik History suggestion Full syllabus – 2023.

Madhyamik History Suggestion 2023 – মাধ্যমিক ইতিহাস সাজেশন। Part-2

History Suggestion 2023 – এর পার্ট –2 দেখে নেওয়া যাক। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তৈরি এই সাজেশন অনুসারে নিজেকে তৈরি করুন। এগুলি তৈরি করলে নম্বর নিয়ে ভাবতে হবে না। History Suggestion 2023 – এর পার্ট – 2. পার্ট-1 এর সাজেশন এর লিঙ্ক দেওয়া থাকবে নিচে। এছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশন ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। ওয়েবসাইটে গিয়ে দেখে নিন।

পঞ্চম অধ্যায় এর সাজেশনঃ- Madhyamik History Suggestion 2023
1. বাংলার মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং শ্রীরামপুর মিশনের ভূমিকা বিস্তারিতভাবে উল্লেখ কর।
2. কলকাতা বিজ্ঞান কলেজের সাথে ছাপা বইয়ের সম্পর্ক বিস্তারিতভাবে আলোচনা কর।

3. বসু বিজ্ঞান মন্দিরের চাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কেমন ছিল?
4. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারে কি সম্পর্কে ছিল তা লেখ।
5. বাংলা ছাপাখানার বিস্তার এবং বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।

ষষ্ঠ অধ্যায় এর সাজেশনঃ- Madhyamik History Suggestion 2023
1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ কিভাবে প্রভাবিত করেছিল তা উল্লেখ কর।
2. টীকা লেখ:- তাম্রলিপ্ত জাতীয় সরকার, একা আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ, মিরাট ষড়যন্ত্র মামলা।

3. বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ নাথ রায়ের ভূমিকা উল্লেখ কর।
4. তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে কি যেন লেখ।
5. ভারতছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা উল্লেখ কর।
6. অসহযোগ আন্দোলন এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের কি ভূমিকা ছিল তা লেখ।

সপ্তম অধ্যায় এর সাজেশনঃ- Madhyamik History Suggestion 2023
1. বাংলার নমঃশূদ্র আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
2. টীকা লেখ:- চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, দিপালী সংঘ, আজাদ হিন্দ ফৌজে নারী বাহিনী, অ্যান্টি সার্কুলার সোসাইটি, রশিদ আলী দিবস, বেঙ্গল ভলান্টিয়ার্স।
3. দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক এবং এই বিতর্কের অবসান কিভাবে হয়েছিল তা বিস্তারিতভাবে উল্লেখ কর।

অষ্টম অধ্যায় এর সাজেশনঃ- Madhyamik History Suggestion 2023
1. দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা এবং সেই সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল তা বিস্তারিতভাবে উল্লেখ কর।
2. ভাষার ভিত্তিতে কিভাবে রাজ্যগুলির পুনর্গঠন করা হয়েছিল তা আলোচনা কর।

3. হায়দ্রাবাদ কিভাবে ভারত ভুক্ত হয়েছিল তা উল্লেখ কর।
4. কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়েছিল তা উল্লেখ কর?
5. জুনাগড় কিভাবে ভারত দ্রুত হয়েছিল তা লেখ।
6. আত্মজীবনী এবং স্মৃতিকথায় কিভাবে দেশভাগের বিষয়টি ফুটে উঠেছিল তা লেখ।

WBBSE Madhyamik History Suggestion 2023 – মাধ্যমিক ইতিহাস সাজেশন। Part-1.

সম্পূর্ণ সিলেবাস থেকে 8 টি অধ্যায় এর 8 নম্বরের বড় প্রশ্নগুলি দেওয়া হল।
1. বাংলার নবজাগরণ কি? এই নবজাগরণের সীমাবদ্ধতা গুলি আলোচনা করো।
2. শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কী বোঝ?

3. উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর।
4. ১৮৫৭ সালের মহাবিদ্রোহ সম্পর্কে বিস্তারিতভাবে লেখ।
5. উনিশ শতকের রেখায় ও লেখায় কিভাবে জাতীয়বাদ ফুটে উঠেছিল তাব বিস্তারিতভাবে আলোচনা কর।

6. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের এবং ছাত্রদের ভূমিকা আলোচনা কর।
7. সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র এবং নারীদের ভূমিকা আলোচনা কর।
8. মানব প্রকৃতি এবং শিক্ষার সমন্বায়ক বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা বিষয়ক চিন্তা এবং শান্তিনিকেতনের ভাবনার বিশেষ পরিচয় উল্লেখ কর।
9. উপনিবেশিক বাংলায় কারিগরি শিক্ষা এবং বিজ্ঞানের বিকাশ কিভাবে ঘটেছিল তা উল্লেখ কর।

পশ্চিমবঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা বয়কট পরীক্ষার্থীদের, এবার কি হবে?

Madhyamik History Suggestion 2023 ছাড়াও আমাদের পরবর্তী প্রতিবেদনে থাকবে আরও অন্যান্য বিষয়গুলির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। এছাড়াও অন্যান্য বিষয়ে ৯০% এর বেশি কমন পেতে নজরে রাখুন আমাদের ওয়েবসাইট। এছাড়াও বিভিন্ন রকমের সরকারি ও বেসরকারি স্কলারশিপ, চাকরী সংক্রান্ত তথ্য পাবেন ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.