WBBSE Madhyamik Life Science Suggestion 2023, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩। Get West Bengal Board Of Secondary Education Madhyamik Life Science suggestion 2023. West Bengal Madhyamik Life Science suggestion Full syllabus – 2023.
WBBSE Madhyamik Life Science Suggestion 2023 – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩।
Madhyamik Life Science Suggestion 2023 – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন দেওয়া হল অভিজ্ঞ শিক্ষক এর বিশেষ পরামর্শ নিয়েই। আজকের আলোচনায় থাকবে প্রথম অধ্যায়। পরবর্তী প্রতিবেদনগুলি নজরে রাখলে বাকি সাজেশন পাওয়া যাবে। এছাড়াও বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান এর যাবতীয় সাজেসন পেতে নজর রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনগুলিতে। সমস্ত বিষয়ের অভিজ্ঞ শিক্ষকদের থেকে আমরা সাজেশন সংগ্রহ করে থাকি।
দ্বিতীয় অধ্যায়ঃ- জীবনের প্রবাহমানতা। WBBSE Madhyamik Life Science Suggestion 2023 Chapter-2
পরীক্ষায় রচনাধর্মী প্রশ্নগুলি (২+৩) ছোট করে ভেঙ্গে দেওয়া হয়।
২ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক।
১. ক্রোমোজোম কাকে বলে?
২. জিনের দুটি বৈশিষ্ট্য লেখ।
৩. অটোজোম কাকে বলে?
৪. সেন্ট্রোমিয়ার এর উপস্থিতি অনুসারে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ কর।
WBBSE Madhyamik Life Science Suggestion 2023 Chapter-2
৫. নন জেনেটিক আরএনএ কত প্রকার হয়?
৬. মাইটোসিসের দুটি তাৎপর্য লেখ।
৭. অ্যামাইটোসিস কাকে বলে?
৮. কোষচক্র কাকে বলে? স্টক ও সিয়ন বলতে কী বোঝো।
৯. ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখ।
১০. মাইটোসিস ও মিয়োসিস এর পার্থক্য লেখ।
১১. অযৌন জনন ও যৌন জননের পার্থক্য লেখ।
১২. জনুক্রম ও নিষেক এর সংজ্ঞা দাও।
১৩. মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে?
১৪. সপরাগযোগ ও ইতর পরাগযোগ এর পার্থক্য লেখ।
১৫. ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য গুলি লেখ।
WBBSE Madhyamik Life Science Suggestion 2023 Chapter-2
৩ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক।
১. প্রাণী কোষের সেন্ট্রোজোমের ভূমিকা কি?২. ক্রোমোজোমের মুখ্য খাঁজ ও গৌণ খাঁজের পার্থক্য কি?৩. সপরাগযোগ এর সুবিধা ও অসুবিধা গুলো কি কি?
৪. উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস এর পার্থক্য লেখ।
৫. মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির সুবিধা গুলো লেখ।
WBBSE Madhyamik Life Science Suggestion 2023
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩।
জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়।
৬. মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখ।
৭. ফার্নের জনুক্রম কিভাবে হয়, ব্যাখ্যা কর।
৭. কোষ চক্রের বিভিন্ন দশার প্রধান কাজ গুলো কি কি?
৮. মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন?
৯. সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি আলোচনা।
WBBSE Madhyamik Life Science Suggestion 2023 Chapter-2
৫ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক।
১. সপুস্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি আলোচনা কর।
২. ফার্নের জনুক্রম ব্যাখ্যা কর।
৩. মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র।
৪. মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখ।
৫. ফার্নের জনুক্রম কিভাবে হয় ব্যাখ্যা কর।৬. কোষ চক্রের বিভিন্ন দশা প্রধান কাজ গুলো কি কি?
বদলে গেল মাধ্যমিক পরীক্ষার নিয়ম, এখনই না করলে পরীক্ষায় বসতে পারবে না।
WBBSE Madhyamik Life Science Suggestion 2023 Chapter-2 ছাড়াও প্রত্যেক বিষয়ে অধ্যায় ধরে ধরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা সিরিজ ভিত্তিক ভাবে তুলে আনবো। নজরে রাখুন আমাদের এই ওয়েবসাইট। এছাড়াও নানা ধরণের চাকরি, ব্যবসা, সরকারি ও বেসরকারি স্কলারশিপ, শিক্ষা সংক্রান্ত বিষয় এর খোঁজ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.