WBBSE new rules

বছরের শুরুতেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তথা WBBSE জারি করে দিল বিশেষ নির্দেশিকা। প্রত্যেক স্কুলের শিক্ষকদের এই নিয়ম মেনে চলতেই হবে। নাহলে সম্মুখে অপেক্ষা করছে ঘোর সংকট। WBBSE এর অধীনে থাকা প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষকর্মীদের মানতে হবে এই নতুন নিয়ম। নতুন বছর অর্থাৎ 2023 সালের শিক্ষবর্ষ থেকেই মেনে চলতে হবে। আজকের প্রতিবেদনে বিশদে জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়গুলি।

Advertisement

WBBSE কর্তৃক প্রকাশিত নির্দেশিকা মানতে হয় সমস্ত স্কুল কর্মীদেরই।

WBBSE থেকে জারি করা নিয়ম কানুন নিয়ে প্রত্যেক কর্মীদের থাকতে হয় বিশেষ সতর্ক। আর এবারের নির্দেশিকা অনুসারে জানানো হল, বিদ্যালয়ের দৈনিক কার্যকলাপ শুরু থেকে শেষ পর্যন্ত, কখন কোন নিয়মে সারতে হবে। যদিও নিয়ম আগেও ছিল, তা সত্ত্বেও তা সঠিক ভাবে মানা হয় না অনেক জায়গাতেই। একারণে কর্তৃপক্ষ আবার জারি করল এই সতর্কতা।

এক্ষেত্রে বলা হয়েছে, বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষকর্মীদের পৌঁছতে হবে সঠিক সময়ে। নির্ধারিত সময়ের আগে গেলে কোন ক্ষতি নেই। তবে পরে গেলেই তার ওপর এই নির্দেশিকার প্রভাব পড়বেই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তথা WBBSE কর্তৃক দেওয়া ওই নির্দেশিকায় স্পষ্টভাবে সব কিছুই জানিয়ে দেওয়া হয়েছে।

Ads

শিক্ষক শিক্ষিকারা কোন সময়ের মধ্যে অর্থাৎ স্কুলে ঢুকবেন, কিভাবে সারাদিন স্কুলের কার্যাবলী চলবে, কখন ক্লাস নেওয়া হবে, কখন ছুটি হবে অর্থাৎ Exact Timing of Entry to Exit in Schools এর খুঁটিনাটি সমস্ত কিছু। স্কুলে উপস্থিত থাকার সময় কোন কোন বিষয়গুলি মানতে হবে, কিভাবে চলবে পঠন পাঠন সহ সারা বছরের কার্যকলাপ, তার সমস্ত কিছু।

Advertisement

WBBSE এর নির্দেশিকায় বলা হয়েছে, সকাল 10.40 মিনিটে যেকোন অজুহাত ছাড়াই শুরু করে দিতে হবে প্রার্থনা। 10 মিনিট বরাদ্দ রাখা হয়েছে এই প্রার্থনার জন্য। তারপর 10.50 মিনিট থেকে শুরু হবে ক্লাস। বিকেল 4.30 টা পর্যন্ত ক্লাস নেবেন শিক্ষক-শিক্ষিকারা। 10 টা 40 মিনিটের এর আগেই স্কুলে আসতে হবে। সকাল 10 টা 50 মিনিটের পর স্কুলে ঢুকলে লেট মার্ক করা হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া নির্দেশিকায় এমটাই জানানো হয়েছে।

Advertisement

11 টা 5 মিনিটের পর বিদ্যালয়ে এলে তাঁকে অনুপস্থিত বলেই গণ্য করা হবে। এছাড়া,  WBBSE কর্তৃক প্রকাশিত নির্দেশিকাতে শিক্ষক শিক্ষিকাদের জন্য একাধিক গাইডলাইনও দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ক্লাস চলাকালীন কোনওভাবেই মোবাইল ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার করতে পারবেন না তাঁরা। পাশাপাশি স্কুলের বাইরে এবং স্কুলের ভিতরে এমন কোনও ব্যবহার করতে পারবেন না যাতে তাঁদের পদের সম্মানহানি ঘটে।

Ads

স্কুলে গরমের ছুটি কমলেও পূজোর ছুটি হলো 32 দিন! ছুটির তালিকা।

রবিবার বাদে স্কুলে মোট 65 দিন ছুটি থাকবে সারা বছর। অর্থাৎ মোট কার্যদিবস হল 236 দিন। আর যেসমস্ত স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে সেন্টার পড়বে তাদের ক্ষেত্রে যথাক্রমে 227 দিন এবং 223 দিন। তবে আঞ্চলিক বা বিশেষ সম্প্রদায়ের উৎসব ও প্রাকৃতিক দুর্যোগের ফলে ছুটির সংখ্যা জেলা ভিত্তিক ভাবে পরিবর্তন হতে পারে।

এছাড়া কোনও সম্প্রদায়ের উৎসবের দিন গুলোতে কোনও পরীক্ষা রাখা যাবে না। অত্যধিক গরমের কারণে ক্লাস সাসপেনশন, পঞ্চায়েত, পৌরসভা ইত্যাদি ভোটের সময়ে ভোটকেন্দ্র হলেও বিশেষ ছুটি থাকে বিদ্যালয়ে। মেমো নম্বর সহকারে উল্লেখ করে দেওয়া হয়েছে কোলকাতা গেজেট মেমো নম্বর 214-SE Dt. – 08.03.2018, Rule – 4, Sub Rule 15(B) অনুসারে আগেই বলা আছে, বিদ্যালয়ের যেকোন পালনীয় অনুষ্ঠানে প্রত্যেক কর্মীদের বিদ্যালয়ে উপস্থিতি থাকা বাঞ্চনীয়।

পঞ্চায়েত ভোটের আগেই, পার্শ্ব শিক্ষকদের বেতনবৃদ্ধি নিয়ে বড় খবর।

আগামী শিক্ষবর্ষ 2023 সালের ছুটির তালিকা প্রকাশ করেছে WBBSE. সেই ছুটি সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আপনার কোন মতামত থাকলে আমাদের অবশ্যই জানান কমেন্ট বক্সে। এছাড়া শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন, সরকারি ও বেসরকারি স্কলারশিপ সংক্রান্ত প্রতিবেদন দেখতে পারেন সুখবর বাংলা ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *