Free Ration – পশ্চিমবঙ্গে রেশন কার্ড নিয়ে চালু নতুন নিয়ম। খুশি হলো 9 কোটি রেশন গ্রাহক।
রেশন কার্ড নিয়ে বড়সড়ো সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সুবিধা পেতে চলেছেন রাজ্যের Free Ration Card প্রাপ্ত অনেক জনগণ। জেনে রাখা দরকার সকলের। নতুন নিয়ম কি হলো। রাজ্যের খাদ্যমন্ত্রীর নির্দেশের পর কি বদল হতে চলেছে? গ্রাহকদের কি করতে হবে, জেনে নিন।
West Bengal Free ration system with ration card
পশ্চিমবঙ্গের রেশন কার্ড নিয়ে বিরাট গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হল রাজ্যে। খাদ্য মন্ত্রীর পর্যবেক্ষণের পর, Free Ration Card নিয়ে নয়া ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন যে, Free Ration তথা বিনামূল্যে রেশন নিয়ে এবার আসতে চলেছে এক নিয়মে বড়সড় বদল। যার দ্বারা উপকৃত হতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। এবার নিশ্চয়ই জানতে চান কি এমন সিদ্ধান্ত নেয়া হল রাজ্য সরকারের তরফ থেকে? চলুন দেখে নেওয়া যাক।
ভারতবর্ষের প্রতিটি জনগণের কাছেই রেশন কার্ড (Ration Card) হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এক নথি। একদিকে যেমন এই কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসেবে ব্যবহৃত হয় তেমনি অন্যদিকে আবার দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে অনেক মধ্যবিত্ত মানুষ এই রেশন কার্ডের মাধ্যমে সরকার মারফত Free Ration খাদ্য সামগ্রীর সুবিধা পেয়ে থাকেন।
সেই অতিমারীর সময় থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার তথা আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল রাজ্য সরকারের তরফ থেকে এই রেশন কার্ডের মাধ্যমে দেওয়া হয়ে থাকে দারিদ্রসীমার নীচে বসবাসকারী প্রতিটি মানুষের জন্য Free Ration বা বিনামূল্যে রেশন সুবিধা। যার মাধ্যমে উপকৃত হয় সকল দরিদ্র মানুষ। পরিসংখ্যান অনুযায়ী আমাদের রাজ্যে প্রায় 9 কোটি মানুষের নামে রেশন কার্ড নথি ভুক্ত আছে বলে দেখা গিয়েছে।
আর তাদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ এই Free Ration সামগ্রীর সুবিধা উপভোগ করে থাকেন। সেই সকল মানুষদের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবার সেপ্টেম্বর মাস থেকে উপভোক্তাদের রেশন কার্ডে আনা হল এই বিরাট বদল।
কেন্দ্রীয় সরকারের National Food Security Act 2013 অনুযায়ী যেকোনো একটি পরিবারের বিভিন্ন সদস্যের রেশন কার্ডগুলিতে সেই পরিবারের যেকোনো একজন মহিলাকে প্রধান সদস্য হিসেবে উল্লেখিত রাখতে হয়। আর এই প্রধানের নাম থাকাটা অত্যন্ত আবশ্যক সেইসব রেশন কার্ডগুলিতে, যেগুলি তার রেফারেন্স অনুযায়ী করা হয়েছে। কিন্তু অনেক সময়েই এই সামান্য বিষয়টি নিয়ে ঝামেলা ঝঞ্জাট দেখা দেয় পরিবারের মধ্যে।
মূলত পরিবারের প্রধান কে হবে সেই নিয়েই শুরু হয় মনোমালিন্য। যেমন মনে করুন এক পরিবারে বয়স্ক শাশুড়ি এবং বৌমার মধ্যে কে হবে সেই পরিবারের প্রধান এই নিয়েই দেখা দেয় ঝামেলা। শুধু তাই নয়, পরিবারের প্রধান অসুস্ত হলেও তার রেশন তুলতে যাওয়ার সমস্যা থাকলে অনেক সময় রেশন তুলতে অসুবিধা হয়। কিন্তু এবার থেকে আর এরকম হবেনা জানাল রাজ্য সরকার। এই রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম চালু হলো। কি নির্দেশ এলো জেনে নিন।
সম্প্রতি সেপ্টেম্বর মাসে চলা দুয়ারে সরকারের (Duare Sarkar Camp) একটি ক্যাম্পে যান রাজ্যের খাদ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে এইরকম একটি বিষয় নিয়ে নাকি অভিযোগ দাখিল করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে। তখন তিনি বিষয়টি নিয়ে জনগণের সাথে কথা বললে জনগণের একাংশ সরকারের সেই প্রথার বিরুদ্ধে আপত্তি জানায়। তারা অনেকেই বলেন যে পরিবারের কার্ডে প্রধান মহিলা সদস্যের নাম উল্লেখিত রাখতে গিয়ে নাকি অনেক ঝগড়া অশান্তি সৃষ্টি হয় পরিবারের মধ্যে।
আরও পড়তে ক্লিক করুন, স্টেট ব্যাংক গ্রাহকদের বাড়িতে মারাত্মক উপহার পাঠাচ্ছে ব্যাংক কতৃপক্ষ। পেয়েছেন?
খাদ্যমন্ত্রীর পদক্ষেপ
যাইহোক, এরপর খাদ্যমন্ত্রী ফিরে গিয়ে বিভিন্ন সরকারি মহলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিজের কার্যালয়ে। দীর্ঘ আলোচনার পর বৈঠক শেষে এই নিয়ম তুলে দেওয়া হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এখন থেকে পরিবারের রেশন কার্ড গুলিতে প্রধান সদস্যের নাম উল্লেখিত না রাখলেও চলবে। রাজ্য সরকারের এরকম সিদ্ধান্তের পর উপভোক্তাদের রেশন কার্ড গুলিতে আসতে চলেছে বড়সড়ো পরিবর্তন।
আরও পড়তে ক্লিক করুন, কারেন্ট বিল নিয়ে সুখবর, গরীব মানুষ স্বস্তি পাবে।
Free Ration Card গ্রাহকদের কি করণীয়?
রাজ্য সরকারের কথামতো এখন থেকে যে ব্যক্তি চাইবেন তার কার্ডে পরিবারের প্রধান সদস্যের নাম নথিভুক্ত রাখতে তিনি পারবেন কিন্তু যারা চাইবেন না তারা না করলেও চলবে এই কাজটি। অর্থাৎ এই নিয়মের উপর থেকে আবশ্যকতা তুলে দেওয়া হল রাজ্যের মারফত। যার ফলে এখন থেকে আর অশান্তির সৃষ্টি হবে না কোনো পরিবারে।
এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং এই ধরনের খবর পেতে সুখবর বাংলা ফলো করুন।
Written by Nabadip Saha.
এই ব্যাস্ত সময়ে অতো বড় লেখা পড়ার মতো সময় অনেকেরই নেই। তাই চেষ্টা করুন ছোট বিষয় কে, আরো ছোট করে লেখার। অকারনে লেখাকে বাড়ানোর চেষ্টা করবেন না। বিষয়টা গুরুত্ব দিলে আমার মতো অনেকেই খুশি হবে। ধন্যবাদ,