Matir Katha – বাংলার কৃষকদের কৃষি যন্ত্রপাতি কেনার জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার। মাটির কথা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন পদ্ধতি।

ভারত কৃষি প্রধান দেশ। দরিদ্র চাষীরা (Matir Katha) রোদে পুড়ে জলে ভিজে মাঠে সোনার ফসল ফলান। সেই ফসল একদিকে যেমন আমাদের দেশের মানুষের জীবন ধারণের প্রধান উৎস তেমনি অন্যদিকে এই ফসল আমাদের দেশের অর্থনৈতিক ভিত তৈরি করার ক্ষেত্রেও প্রধান ভূমিকা পালন করে। তাই আমাদের দেশ এবং রাজ্য সরকার উভয়েই দেশের কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করে তোলার উদ্দেশ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে।

West Bengal Matir Katha Krishak bandhu

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের কৃষক সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে এমনই আরেক Matir Katha প্রকল্পের ঘোষণা জারি করা হয়েছে যা সকল চাষীদের মুখে হাসি ফুটিয়ে তুলবে। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় যে সমস্ত চাষী নিজেদের নাম নথিভুক্ত করবেন তাদেরকে কৃষি ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করার জন্য ৫০ শতাংশ ছাড় প্রদান করবে সরকার।

কৃষি ক্ষেত্রে যান্ত্রিকীকরণ একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়া। ট্রাক্টর, হারভেস্টার পাওয়ার টিলার, বীজ বপন যন্ত্র ইত্যাদি কৃষি কাজকে আরো সুবিধা জনক করে তোলে চাষীদের জন্য। আর তাই রাজ্যের কৃষকদের সস্তায় সেই সুবিধা প্রদান করতে এই বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। যে কোন দরিদ্র চাষী হোক কিংবা ভাগ চাষী সকলেই এই প্রকল্পের মাধ্যমে সুবিধা লাভ করতে পারবেন। এখন জেনে নেওয়ার পালা কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে, কি কি নথিপত্র দরকার এবং কি কি সুবিধা পাওয়া যাবে এর মাধ্যমে।

প্রকল্পের ধরন

রাজ্য সরকারের এই Matir Katha কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে মোট চার ধরনের সুবিধা দেওয়া হয়

  • চাষের জন্য বিভিন্ন ক্ষুদ্র যন্ত্রপাতি ক্রয় করতে এককালীন টাকা প্রদান
  • বড় যন্ত্রপাতি ক্রয় করার জন্য আর্থিক সাহায্য প্রদান।
  • কৃষি যন্ত্রপাতির ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সুবিধা প্রদান করা।
  • এছাড়াও কৃষি যন্ত্রপাতি ব্যাংক স্থাপনের জন্য অর্থ প্রদান করা।

প্রয়োজনীয় নথিপত্র

১) আবেদনকারীর ভোটার কার্ড।
২) আধার কার্ড।
৩) নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার।
৪) মোবাইল নাম্বার।
৫) কৃষক বন্ধু আইডি নাম্বার।
৬) জমির পর্চা।
৭) মেশিনের নাম, মডেল নাম্বার ইত্যাদি।

আবেদন পদ্ধতি

এই প্রকল্পের আওতায় সুবিধা লাভের জন্য যেসকল যোগ্য প্রার্থী আবেদন করতে ইচ্ছুক, তাদের
১. মাটির কথা – Matir Katha ওয়েবসাইটে যেতে হবে সর্বপ্রথম।
২. তারপর হোমপেজে এসে Online Registration অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর মোবাইল নাম্বার বসিয়ে ফোনে আসা ওটিপি টি এন্টার করতে হবে।

মাটির কথা কৃষক বন্ধু (Matir Katha Krishak Bandhu)

৪. তারপর একটি আবেদনপত্র আসবে স্ক্রিনে। এখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন নাম, ইউজার আইডি, পাসওয়ার্ড, GSTIN নম্বর, প্যান কার্ড নম্বর ইত্যাদি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৫. তারপর আবার হোমপেজে এসে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।

৬. তারপর যে ইন্টারফেস আসবে সেখানে যে যে মেশিনারিগুলি ক্রয় করবেন সেগুলির তথ্য এবং ছবি যোগ করতে হবে একের পর এক।
৭. তারপর সেভ বাটনে ক্লিক করতে হবে।
৮. এরপর ব্যাংকের যাবতীয় তথ্য এন্টার করতে হবে।
৯. সবশেষে Matir Katha Net website এ সমস্ত তথ্য আরো একবার যাচাই করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

আরও পড়ুন, পুজোর আগেই 10টি প্রকল্পের সমস্ত টাকা পেয়ে যাবেন রাজ্যবাসী। আপনি পাবেন কিনা দেখুন?

আবেদনের শেষ তারিখ

এই প্রকল্পে আবেদন গ্রহণ করার কাজ শুরু হয়ে গিয়েছে গত ৮ সেপ্টেম্বর ২০২৩ থেকে। অনলাইন মারফত আবেদন প্রক্রিয়ার এই কাজ চলবে আগামী ২৫ই সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। দেরি না করে আগে থেকেই আবেদন করে ফেলুন।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, বাংলার কৃষকদের লাখ টাকা দিচ্ছে সরকার। সময় থাকতে আবেদন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button