Earn Money From Exercise – যোগব্যাম করে টাকা আয় করার সুযোগ দিচ্ছে এই সংস্থা, ঝটপট Apply করে ইনকাম শুরু করুন।

Earn Money From Exercise – শখ পূরণের সাথে সাথে ইনকাম ও করুন।

আপনি যদি ঘরে বসে নিজের সৌন্দর্য বৃদ্ধি ও ভালো থাকার জন্য শরীর চর্চা ও যোগ ব্যাম (Earn Money From Exercise) করে থাকেন, তাহলে আপনার জন্য হতে পারে একটি সুবর্ণ সুযোগ। ঘরে বসেই ব্যাম করুন, আর আয় করুন, মোটা টাকা।

অনেকেই আছেন যারা যত বড় হন ততই সংসারের দিকে তাকিয়ে নিজের শখ পূরণ করার কথা নেহাতই ভুলতে বসেন। অনেকে তাই ব্যবসায় ঝুঁকি থাকার ফলে শুরু করেন চাকরি। ব্যবসায় সাফল্য লাভ না করার আশঙ্কায় অনেকে চাকরি ছেড়ে ব্যবসা করতে চান না। আজ এমন একজন নারীর স্বপ্নের উড়ানের কাহিনী বলতে চলেছি যিনি গুগলের লক্ষ লক্ষ টাকার বেতনের চাকরি ছেড়ে শুরু করেছেন ব্যবসা এবং বর্তমানে সেই ব্যবসা থেকে মোটা অঙ্কের টাকা আয়ও করছেন। Earn Money From Exercise.

রইল সেই বিস্ময়কর তরুনীর জীবন বৃত্তান্ত- (Bami Kuteyi)
তরুণীর নাম বামি কুটেই। বয়স মাত্র ২৮ বছর। বসবাস করেন ব্রিটেনে। বামি স্বয়ং জানান, পড়াশোনা শেষ করার পর প্রথম চাকরিটাই পান গুগলে। তারপর থেকে সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু চাকরিজীবন ভালো হলেই যে ব্যক্তিগত জীবনে সুখ বাড়বে এমন কোন কথা নেই। Earn Money From Exercise

তিনি তার দলের একমাত্র কৃষ্ণাঙ্গ কর্মী হওয়ায় একদিন হঠাৎ তিনি অফিসে নিঃসঙ্গবোধ অনুভব করতে শুরু করেন। তারপর থেকে বামি অজানা জায়গার মানুষের সাথে মেলামেশার পরিকল্পনা করা শুরু করেন। এরপর থেকে তিনি টরন্টো গুগল অফিসে একটি ওয়ার্কআউট ক্লাস করা শুরু করেন এবং নিজেই সেটি হোস্ট করার সিদ্ধান্ত নেন। তবে অচিরেই বামির ভাগ্য যেন অন্যদিকেই মোড় নিলো। Earn Money From Exercise

এবার থেকে অভিভাবকের অনুপস্থিতিতে বেসরকারি কর্মচারীর সন্তানরাও পাবেন পেনশন

বামি কুটেই গুগলে চাকরি করার সময়ই ব্যাম ব্যাম বুগি এবং টোয়ার্কের মতো নাচের স্টেপ (Earn Money From Exercise) দেখানো শুরু করেছিলেন৷ যদিও এই স্টেপগুলি শুধুমাত্র গুগলের কিছু কর্মচারীদের নিয়েই চালু করা হয়েছিল৷ তবে শীঘ্রই বিশাল গুগল অফিস জুড়ে বেশ নামী হয়ে উঠতে থাকে। এরপর থেকে স্বাভাবিকভাবে বামির নাচের ভিডিওগুলি ভাইরাল হতে শুরু করে। যার ফলে এই নাচের স্টেপগুলি অন্যান্য দেশেও জনপ্রিয় হতে শুরু করে।

বর্তমানে তার আয়-
এক সময়ে মহা মূল্যবান গুগলের লক্ষ লক্ষ টাকার চাকরি ছেড়ে (Earn Money From Exercise) দিয়েও আফসোস পোষণ করেন না তিনি। কারণ তিনি যে ব্যবসাটি করছেন তা এখন প্রত্যেকের ঘরে ঘরে করা দরকার। ব্যক্তির প্রতিদিনের জীবন সতেজতায় ভরে রাখতে এবং শরীরকে সুস্থ রাখতে ওয়ার্কআউটের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে গোপন তথ্য ফাঁস, কড়া গার্ড ও খাতা দেখা, সবার নম্বর বাড়বে? দেখুন

তথ্যপ্রযুক্তির উন্নতি এই চাহিদা আরো বাড়িয়েছে। ঠিক তেমনি ধীরে ধীরে বামির (Earn Money From Exercise) এই অনন্য ওয়ার্কআউট ক্লাসের চাহিদা এতোটাই বেড়ে যায়, নানা দেশ থেকে তার কাছে ফোন আসতে থাকে৷ তাকে কাজের বিনিময়ে টাকাও দেওয়া হতে থাকে৷ ২০১৮ সালে বামি তার প্রতিভা বাড়ানোর জন্য গুগলের লক্ষাধিক টাকার চাকরি ছেড়ে দেন এবং সম্পূর্ণ সময় ব্যয় করেন ব্যাম ব্যাম বুগি এবং টোয়ার্ক নাচের ধাপ শেখানোতে।

আর আজ তিনি একজন শারীরিক প্রশিক্ষক যিনি ভার্চুয়াল ওয়ার্কআউট ক্লাস (Earn Money From Exercise) নিয়ে থাকেন। ইতিমধ্যে তিনি কাজ করেছেন দেশের বিদেশের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের সাথেও। এগুলির মধ্যে একটি হলো Nike. তবে বাকি ব্যবসার মতো প্রথম থেকেই যে একই সুরে একই তালে বামির ব্যবসা চলছিল তা নয়। অন্য অনেকের মতোই অতিমারীর আবহে ক্ষতি হয়েছিল তার ব্যবসাও।

এবারে উচ্চমাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য দারুন সুযোগ, রইল দুর্দান্ত 11 টি স্কলারশিপের হদিশ

তবে দু’বছরে আর্থিক ধাক্কা সামলে উঠতে পেরেছে বিশ্বের প্রায় সকল দেশ। তাই আবার আগের মতোই চলতে শুরু করেছে বামির ব্যবসা। আর ফল স্বরূপ বামি কুটেই বছরে বর্তমানে বামির আয় করছেন প্রায় ৯৭ লক্ষ টাকা৷ পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের জীবনে সফল উড়ানের জন্য হয়েছেন একজন পরিচিত মুখ। (Earn Money From Exercise)

তাহলে কেমন লাগলো বামির এই স্বপ্নের উড়ানের কাহিনী? আপনিও চাইলে তৈরি করতে পারেন এমনই এক ইতিহাস। শুধু রাখতে হবে নিজের প্রতি অগাধ বিশ্বাস। আর এমনই প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

নীতি আয়োগ এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ২ লক্ষ টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button