Income Tax Return Filing
আর মাত্র কয়েকদিন বাকি। আয়ের হিসাব ও আয়কর রিটার্ন বা Income Tax Return জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ শে জুলাই। আর এর আগে ২৫০০০০ টাকার বেশি আয় হলেই Income Tax Return Fill করা বাধ্যতামূলক। তাই অযথা হয়রানি এড়াতে নতুন কয়েকটি নিয়ম জেনে নিন। এবারের ট্যাক্স ফাইল ইতিমধ্যে করে থাকলে, এই ভুল গুলো মরেছেন কিনা, সেটাও বুঝতে পারবেন।
বদলে যাচ্ছে কর (Income Tax Return) ব্যবস্থা, কত বাড়ছে?
আমূল বদলে যাচ্ছে ট্যাক্স এর বিভিন্ন পদ্ধতি। এতদিন পর্যন্ত যে নিয়মে ট্যাক্স দেওয়া হতো, তার বদল ঘটতে চলেছে। এবারের বাজেটেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী Income Tax Return নিয়ে সেই বদলের ইঙ্গিত দিয়েছিলেন। সেখানেই টিসিএস (TCS) অর্থাৎ Tax Collection at Source এই ব্যবস্থায় নতুন নিয়ম জারি হতে চলেছে। প্রথম দিকে ১ জুলাই ২০২৩ থেকে এই নিয়ম জারি করার কথা থাকলেও পরবর্তীতে পিছিয়ে আসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
Tax Collection at Source rule implementation date
এবার জানা গিয়েছে, ১ অক্টোবর থেকে টিসিএস এর এই নতুন নিয়ম জারি (TCS New Rule) হতে চলেছে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত পুরনো নিয়মেই টিসিএস (TCS) কাটা হবে। তারপর ১ অক্টোবর থেকে এই পদ্ধতি সম্পূর্ণ বদলে যাবে।
এবং এই নিয়মে যাদের ৭ লাখ টাকার বেশি আয়, তাদের ট্যাক্স আরও বেড়ে যাবে।
কি পরিবর্তন হলো?
সেখানে নতুন যে পদ্ধতি চালু হচ্ছে, স্বাভাবিকভাবেই তাতে টিসিএস এর টাকা কাটার পরিমাণ যথেষ্টই বৃদ্ধি পাবে। এর আগে কেন্দ্রীয় সরকার বাজেটে এল আর এস (LRS) এর অধীনে TCS- এর টাকা কাটার পরিমাণ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে। তবে সেক্ষেত্রে ৭ লক্ষ টাকার উপরে যাদের আয় তাদের ক্ষেত্রে টিসিএস এর কর দেওয়ার ক্ষেত্রে বেশি টাকা দিতে হবে।
আরও পড়ুন, ক্রেডিট কার্ড পেতে চাইলে এই কাজ অবশ্যই করুন, খরচ কমবে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় জানাচ্ছে, এল আর এসের অধীনে টিসিএসের বেশ কিছু নতুন পরিবর্তন হতে চলেছে। বিশেষ করে বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে টিসিএস এর কর বৃদ্ধি আরোপ করা হবে। এছাড়া বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও বেশ কিছু নতুন পরিবর্তন আসবে। মোটকথা নতুন নিয়মে ট্যাক্স কাটার আরও কিছু ক্ষেত্র তৈরী হলো।
আরও পড়ুন, ফ্রি রেশনে বড় ধাক্কা, কেন্দ্রের সিদ্ধান্তে মাথায় হাত কোটি কোটি রেশন গ্রাহকদের।
কাদের TCS কর দিতে হবে না?
তবে যাদের ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় তাদের এল আর এস এর অধীনে TCS এ কর দিতে হবে না। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও টিসিএস এর কর ছাড় পাওয়া যাবে। TCS- এর কর নিয়ে এই নতুন নির্দেশিকা জারি হতে চলেছে ১ অক্টোবর থেকে। আর এই নতুন নিয়ম চালু হয়ে গেলেই টিসিএস এর কর বাড়বে, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
নতুন নিয়মে কাদের চাপ বাড়লো?
Income Tax Return এ TCS নিয়ম চালু হলে যাদের ৭ লাখ টাকার বেশি আয়, তাদের আয়কর আরও বেড়ে যাবে। এমনিতেই নিতুন ট্যাক্স রেজিমে ৭ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স (Income Tax Return) দিতে হবে না। যদিও আগে ৫ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া গেলেও আরও ৩ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন ধারায় ছাড় পাওয়া যেত। এবার সেই ছাড়কে ৫ লাখ থেকে ৭ লাখ করলেও আগের যে ৩ লাখ টাকা পর্যন্ত ইন্সুরেন্স ও সঞ্চয়ে ছাড় ছিলো সেটাকে তুলে দিয়ে কার্যত ৮ লাখ টাকার সিমাকে ৭ লাখ করা হয়েছে।
আর ৭ লাখ টাকার বেশি আয় যাদের তাদের আবার অতিরিক্ত TCS ট্যাক্স চাপিয়ে দেওয়া হলো। অর্থাৎ ৭ লাখের অধিক আয় হলেই ঝরের গতিতে বাড়বে টাক্স (Income Tax Return) এর পরিমান। যদিও কেন্দ্র সরকার এই ব্যাপারে অফিশিয়াল নীতিমালা এখনও প্রকাশ করেনি। তবে এই নিয়ম চালু হলে আগে যার ১ লাখ টাকা ট্যাক্স দিতে হতো, এবার তাকে তার চেয়ে বেশি ট্যাক্স দিতে হবে, সেকথা একপ্রকার নিশ্চিত।
কত টাকা আয় হলে কর দিতে হবে?
সাধারণ নিয়ম অনুযায়ী ০ থেকে ২৫০০০০ টাকা আয় পর্যন্ত কোনও আয়কর দিতে হয়না। তবে আরও ৫০০০০ টাকার ছাড় বা স্টান্ডার্ড ডিডাকশন দেওয়া হয়েছে। অর্থাৎ ৩ লাখ টাকা। সরকারের বাড়তি ছাড় অনুযায়ী তবে ৫,০০০০০ টাকা পর্যন্ত কোনও ট্যাক্স দিতে হবে না।
2.5 লক্ষ টাকার নিচে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক?
বার্ষিক ২,৫০০০০ টাকার আয়ের নিচে আয়কর রিটার্ন দাখিল বা জমা করা বাধ্যতামূলক নয়। তবে কেউ যদি নিজের আয়ের হিসাব বা লোন দেওয়ার জন্য রেকর্ড রাখতে চান। তিনিও আয়কর রিটার্ন দাকিল বা জমা করতে পারেন। তার আয় আয়কর যোগ্য না হলে কর বা ট্যাক্স দিতে হবে না।
কত টাকা আয় হলে আয়কর দিতে হবে?
পুরাতন ট্যাক্স রেজিমেন্ট অনুযায়ী ৫,০০০০০ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না। এবং তার সাথে আরও ২,৫০০০০ টাকা পর্যন্ত আয়কর ধারা অনুযায়ী ছাড় পাওয়া যায়। কিন্তু নতুন আয়কর ব্যবস্থায় আয়কর ছাড় না নিতে চাইলে তিনি ৭,০০০০০ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর জমা দিতে হবে না।