প্রাথমিক শিক্ষক নিয়োগের (WBBPE Primary Teacher Recruitment)

১২ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের (WBBPE Primary Teacher Recruitment) ঘোষণা। নিয়োগ হবে কবে? দেখে নিন কি বলছে সুপ্রিম কোর্ট।

Advertisement

West Bengal Primary Teacher Recruitment

পশ্চিমবঙ্গে গত ২০২২ সালে যে প্রাথমিকের টেট পরীক্ষা (Primary Teacher Recruitment) হয়েছিল তার নিয়োগ প্রক্রিয়ার কাজ এখনো সম্পন্ন করা হয়নি পর্ষদের তরফে। আদালতে কেস ওঠায় এই বছরের নিয়োগ প্রক্রিয়াকেও স্থগিত রাখা হয়েছে এখন। আর এরই মাঝে প্রাথমিকে তৈরি হল ১২ হাজার এরও বেশি শূন্য পদ।

কিন্তু কবে নিয়োগ হবে নতুন এই শূন্যপদ গুলিতে? সুপ্রিম কোর্ট মারফত এ ব্যাপারে বিশেষ কিছু তথ্য পাওয়া গেছে। জানতে হলে শেষ পর্যন্ত পড়ুন।
পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় দুর্নীতিকে কেন্দ্র করে যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে, দিনকে দিন তা ক্রমশ অন্য আকার নিচ্ছে।

Ads

উল্লেখ্য, ২০১৪ সালের উচ্চ প্রাথমিক, ২০১৬ সালের উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক, ২০১৭ সালের প্রাথমিক, ২০২০ সালের প্রাথমিক TET (Primary Teacher Recruitment), এমনকি গত ২০২২ সালের প্রাথমিকের পরীক্ষাকে (Primary TET Exam) কেন্দ্র করে এখনো পর্যন্ত মামলার শেষ নেই হাইকোর্টে এমনকি সুপ্রিম কোর্টেও। একাধিকবার বিভিন্ন সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে শুনানি দেওয়া হয়েছে আদালত কর্তৃক।

Advertisement

এমনকি তদন্ত মারফত যে সমস্ত তথ্য মিলেছে সেগুলির উপর ভিত্তি করে অপরাধীদের যোগ্য শাস্তিও প্রদান করেছে প্রশাসন। যেমন এইমাত্র দু-একদিন আগেই হাইকোর্টে একটি কেস ওঠে ২০১৪ সালের উচ্চমাধ্যমিকের পরীক্ষা কে কেন্দ্র করে। অভিযোগ করা হয়েছিল যে এই বছরের নাকি মোট ৯৬ জন শিক্ষক তাদের টেট পাশের শংসাপত্র না দেখিয়ে চাকরিতে নিয়োগ (Primary Teacher Recruitment) পেয়েছেন।

Advertisement

মামলার স্বপক্ষে শুনানি দেন বিচারপতি অমৃতা সিং এর ডিভিশন বেঞ্চ। সিবিআই মারফত বিষয়টিকে তদন্ত করতে বলা হয়। সেইসঙ্গে পর্ষদের কাছে পাঠানো হয় অভিযুক্তদের তালিকা। পর্ষদ কর্তৃক সেই সমস্ত অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বাতিলের কথা ঘোষণা করা হয়।

Ads

যাইহোক এরই মাঝে বর্তমানে উঠে এসেছে প্রাথমিকে আরো 12 হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) খবর। যদিও বলে রাখি এই শূন্য পদ কিন্তু একেবারেই হালে তৈরি হয়নি। চলতি বছরে আগেই ঘোষণা করা হয়েছিল এ বিষয়ে সম্পর্কে। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে তখন বলা হয় নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে।

WBBPE B.Ed Primary Teacher TET (প্রাইমারী টিচার)

চলতি বছরের জুলাই মাসের শেষ দিকে সুপ্রিম কোর্টে বিচারপতি হিমা কোহলি এবং রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ সরাসরি ভাবে পর্ষদকে জানায় যে পূর্বের সমস্ত মামলা না মেটা পর্যন্ত কোন নতুন নিয়োগ প্রক্রিয়া করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে স্বাভাবিকভাবেই চাকরিপ্রার্থীরা মুখিয়ে ছিলেন কবে জারি করা হবে নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন, পোস্ট অফিসে কর্মী নিয়োগ 2023। প্রচুর শূন্যপদ ও উচ্চ বেতন, দ্রুত জয়েনিং।

ক্রমশ অস্বস্তিতে ভুগতে থাকেন তারা। তবে কয়েকদিন আগেই আবারো কথা ওঠে এই ১২ হাজার শিক্ষক নিয়োগের বিষয়টিকে কেন্দ্র করে। সুপ্রিম কোর্ট মারফত এই বিষয়ের শুনানির দিন ঠিক করা হয়েছিল গত শুক্রবার। কিন্তু জরুরী কারণবশত পিছিয়ে দেওয়া হয় এই শুনানির দিন।

আরও পড়ুন, 5 টি জেলায় প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। যেকোনো জেলার প্রার্থীরা যোগ্য।

কোর্ট সূত্রে খবর পাওয়া গেছে আগামী ২৫শে সেপ্টেম্বর সোমবার পুনরায় এই শুনানির দিন ধার্য করা হয়েছে। আর সুপ্রিম কোর্টের এই শুনানির উপর ভিত্তি করেই পরবর্তীতে সিদ্ধান্তে পৌঁছাবে পর্ষদ যে আদৌ নিয়োগ প্রক্রিয়া করা হবে না হবে না।
Written by Nabadip Saha.

Advertisement
One thought on “Primary Teacher Recruitment – পশ্চিমবঙ্গে 12000 প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। জেনে নিন আবেদনের সমস্ত খুটিনাটি।”
  1. সরকার আর আইনি জটিলতা একটা প্রজন্ম কে দায়িত্ব নিয়ে শেষ করছে।আদালত এখন একবারও বললো না যে ওই সব চারি পার্থীদের ভবিষ্যত গঠনের দায়িত্ব কে নেবে।কিছু অসৎ নেতা আমলা আর কিছু অযোগ্য চাকরি পার্থীদের জন্য কয়েক হাজার ছেলে মেয়ে আজ অন্ধকারের মধ্যে বাস করছে।এর দায় কে নেবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *