Lottery Tips – লটারি জেতার গোপন উপায়। লটারি জিততে চাইলে এইভাবে টিকিট কাটুন।

যারা নিয়মিত লটারি কাটেন কিন্তু কোনও দিনও পুরষ্কার পাননি। তাদের জন্য এই Lottery Tips বা লটারি কাটার ফর্মুলা। যদিও লটারি জেতার ফর্মুলা (Lottery Winning Formula), লটারি জেতার সহজ উপায় (Lottery Winning Tricks) বা লটারি জেতার টোটকা (How to win lottery Ticket) বলে নির্দিষ্ট কিছু হয়না। তবে লটারি কাটার পদ্ধতি (choose lottery numbers) বা নিয়ম মেনে লটারি টিকিটের সংখ্যা গুলো বাছাই করলে জেতার চান্স বাড়তে পারে। কিন্তু লটারি টিকিট কাটলেই যে টিকিট থেকে পুরষ্কার জিতবেন, তার কিন্তু কোনও নিশ্চয়তা নেই। তবে ভাগ্য যাচাই করতে চাইলে, একবার সঠিক নিয়ম মেনে লটারি কাটলে হতেও তো পারে আপনার ভাগ্য সুপ্রসন্ন হলো।

Lottery Tips in Bangla

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা লটারি কাটতে ভীষণ ভালোবাসেন। এর মধ্যে অনেকেই লটারি কেটে প্রাইজ পেয়ে কোটিপতি হয়েছে। অনেকে আবার অনেক বহু টাকার লটারি কেটেও প্রাইজ পেতে ব্যর্থ হয়েছেন। আজকের এই আর্টিকেলের মধ্যে লটারি কাটার ফর্মুলা (Lottery Tips) নিয়ে আলোচনা করব। এতে আপনার লটারি সংখ্যা বাছাইয়ে কিছুটা সাহায্য পেতে পারে।

১) আমাদের প্রতিটা মানুষের জীবনের শুভ নাম্বার (Lottery Lucky number) থাকে। লটারি কাটার সময় ওই শুভ নাম্বারটি (Lucky Number) মনে করে লটারির নম্বরের সঙ্গে মিলিয়ে কাটুন দেখুন হয়তো লটারির ফাস্ট প্রাইজটি (Lottery Winning Prize) আপনার ভাগ্যে রয়েছে।

২) আমাদের সবারই কাছে আমাদের পরিবার সব থেকেই গুরুত্বপূর্ণ। তাই পরিবারের মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী বা সন্তানদের জন্মের তারিখ মিলিয়েও লটারি কাটা যেতে পারে। এইভাবে প্রিয়জনদের জন্মের তারিখ (Date of Birth) মিলিয়ে লটারি কাটলে অনেক সময় লটারির প্রাইজ হাতের মুঠোর মধ্যেই থাকে।

Lottery Winning Formula

৩) কিছু কৌশলের মাধ্যমেও লটারি কাটা যেতে পারে। যেমন ধরুন লটারি যেদিন কাটছেন তার আগের দিন যে নম্বরটিতে লটারির পুরস্কার লেগেছে, সেই নম্বরটি কে আপনি এড়িয়ে যান। এমনকি মিডিলের যে নম্বরটিতে প্রাইজ লেগেছিল সেই নম্বরটিকেও বাদ দিন।

৪) মনে করা হয় ১ থেকে ৪ নম্বর দিয়ে লটারির নম্বরগুলি শুরু হয় সেই লটারি গুলিতে পুরস্কার জেতার বেশি সুযোগ থাকে। তাই আপনিও এই নিয়মটি অনুসরণ করে এক থেকে চার নম্বর দিয়ে যে লটারির নম্বর শুরু হয়েছে সেই লটারি টিকে বেছে নিতে পারেন। যেমন একটি লাকি লটারির নম্বর (Lottery Tips Lucky Number) হল 42 E 150 74। এই নম্বরটির ক্ষেত্রে হিসাব করে দেখুন ৭ ও ৪ দিয়ে শুরু। বিজয়ী নম্বরটি ৪ দিয়ে শুরু এবং ৪ দিয়ে শেষ। এই উদাহরণটি থেকে আপনি লটারি কাটার সূত্রটি বের করে নিন।

পুরনো নোট (Indian Old Note)

৫) আবার লটারি কাটার সময় নিজের মনের মধ্যে যদি কোনো সংখ্যা চলে আসে সেই সংখ্যাটা দিয়েও লটারি কাটা যেতে পারে। লটারি কাটার সময় আপনার মনে যদি ৫. ০, ৬ এবং ৭ নম্বরটি আসে তবে সেটিকে লটারির লাকি নম্বর হিসেবে বেছে নিন। অনেক সময় দেখা যায় এই নম্বরগুলি দিয়েও লটারির পুরস্কার জেতা যায়।

লটারি জেতার আজকের লাকি নাম্বার পেতে ক্লিক করুন।

৪) যে সমস্ত মানুষেরা লটারির টিকিট জিতেছেন তাদের কাছেও জেনে নিতে পারেন যে লটারি জেতার গোপন কৌশলটি (Lottery Tips) কি।
পরিশেষে বলি লটারি জেতার সঠিক নিয়ম (Lottery Tips) অবলম্বন করেই যে সব সময় লটারি জেতা যাবে এমন কিন্তু নয়। লটারি পাওয়ার ভাগ্য থাকলে তবেই লটারি পাওয়া যাবে।

আরও পড়ুন, 20 টাকার এই স্পেশাল নোট থাকলেই পাবেন লাখ টাকা। জানুন কীভাবে?

বে বর্তমানে অনেক জাল লটারি ধরা পড়ছে। তাই সঠিক লটারি নিশ্চিত হয়ে লটারি কাটবেন। নইলে ভাগ্য যাচাই তো দূরের কথা, ভাগ্য দুর্ভাগ্যে পরিনত হবে।
প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে সুখবর বাংলা ফলো করুন। আপনাদের কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button