Vishwakarma Yojana – বিশ্বকর্মা পুজোর দিন চালু বিশ্বকর্মা প্রকল্পের। প্রত্যেক খেটে খাওয়া মানুষ পাবে 15 হাজার টাকা।
দেশের সমস্ত শ্রেণীর দিন মজুর ও খেটে খাওয়া যেকোনো পেশার শ্রমজীবী মানুষদের জন্য চালু হলো, বিশ্বকর্মা প্রকল্প তথা Vishwakarma Yojana. আর আজ বিশ্বকর্মা পুজোর দিন থেকেই এই প্রকল্পের শুরু হলো।
উল্লেখ্য এবছর স্বাধীনতা দিবসের দিনই দিল্লির লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন খুব শিগগিরই আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের নতুন এক প্রকল্প। যার নাম হলো বিশ্বকর্মা যোজনা বা PM Vishwakarma Yojana.
PM Vishwakarma Yojana Scheme Details
যার মাধ্যমে উপকৃত হবেন দেশের কোটি কোটি মানুষ। এদিন প্রধানমন্ত্রীর ভাষণে স্পষ্ট অবগত হওয়া গিয়েছে যে যারা যারা নতুন এই প্রকল্পের আওতায় তাদেরকে প্রতিদিন ৫০০ টাকা করে ভাতা অর্থাৎ মাসে 15000 টাকা প্রদান করা হবে। এছাড়াও রয়েছে সকল নাম নথিভুক্ত কারীদের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুবিধা। প্রধানমন্ত্রী এদিন বক্তৃতায় জানিয়েছিলেন যে সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর বিশ্বকর্মা পূজোর দিন থেকেই চালু হবে নতুন এই প্রকল্প ‘PM Vishwakarma Yojana’. আর তারপর থেকেই যোগ্য প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
অর্থাৎ প্রধানমন্ত্রীর কথা মত আজ থেকেই শুরু হতে চলেছে নতুন বিশ্বকর্মা প্রকল্প। আজ থেকেই দেশের মানুষ সুবিধা পেতে চলেছেন নতুন চালু করা এই বিশ্বকর্মা যোজনার মাধ্যমে। প্রধানমন্ত্রী স্বয়ং এই প্রকল্পের মাধ্যমে দেশের একশ্রেণীর মানুষের ব্যাপক পরিমাণ কল্যাণ সাধন হবে বলে আশ্বাস দিয়েছেন সেদিন জনতার সম্মুখে।
বিশ্বের দরবারে ভারতকে একটি আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী। আর ঠিক সেই কারণেই তার এই রূপ কর্মসূচি গ্রহণ করা। প্রধানমন্ত্রী বলেছেন যে তার বিশ্বাস Vishwakarma Yojana প্রকল্প আগামী দিনে বিপুল জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হবে। এবার তাড়াতাড়ি করে জেনে নেওয়া যাক এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা পাবেন, কিভাবে আবেদন করবেন ইত্যাদি।
কি কি সুবিধা পাওয়া যাবে Vishwakarma Yojana এর মাধ্যমে?
প্রধানমন্ত্রীর চালু করা বিশ্বকর্মা যোজনা র আওতায় যে সকল সুবিধা গুলি প্রদান করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো,
১. প্রথমে নাম নথিভুক্ত কারীদের একটি স্কিল ট্রেনিং দেওয়া হবে।
২. ট্রেনিং চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে স্টিপেন্ড প্রদান করা হবে শিক্ষার্থীদের।
৩. এছাড়াও অগ্রিম যন্ত্রপাতি কেনার জন্য ১৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যে দেওয়া হবে সরকার।
৪. ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে এই প্রকল্পের দ্বারা।
৫. ঋণ পাওয়া যাবে সহজ কিস্তিতে দুটি আলাদা বছরে। প্রথম পর্বে দেওয়া হবে প্রথম ১ লক্ষ টাকা যা শোধ করার মেয়াদ থাকবে সর্বাধিক ১৮ মাস।
৬. আর দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে বাকি ১ লক্ষ টাকা, যেটি শোধ করার মেয়াদ থাকবে সর্বাধিক ৩০ মাস পর্যন্ত।
৭. এছাড়া লোনের টাকা রি-পেমেন্ট করার সময় প্রতি লেনদেন মারফত ১ টাকা করে ক্যাশব্যাক প্রদান করবে সরকার কর্তৃপক্ষ।
কারা Vishwakarma Yojana এর সুবিধা পাবেন?
প্রধানমন্ত্রীর ভাষণ থেকে জানা গেছে যে এই প্রকল্পের আওতায় মূলত দেশের যেসমস্ত দিনমজুর এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর মানুষ তারাই সুবিধা লাভ করতে পারবেন। যেমন স্বর্ণকার, কর্মকার, নাপিত, ধোপা ইত্যাদি শ্রেণীর মানুষদের জন্যই এই প্রকল্পের সূচনা। প্রধানমন্ত্রী আরো বলেছেন যে এই সকল অনগ্রসর শিল্পীদের কল্যাণের উদ্দেশ্যে ১৪ হাজার কোটি টাকার বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন, রেশনে এবার চাল গমের সাথে 3 মাস বিনামূল্যে পাবেন এই নতুন আইটেম।
যে সমস্ত মানুষেরা কোন কলোনি, কুঁড়েঘর, বস্তি বা ভাড়াবাড়ি ইত্যাদিতে থাকেন সেই সমস্ত ব্যক্তিদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। সব মিলিয়ে নতুন এই বিশ্বকর্মা যোজনা প্রকল্পের জন্য প্রায় ১৩ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর কারণ একটাই যাতে সেই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষেরা কোনভাবে পিছিয়ে না থাকে।
বিশ্বকর্মা প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে?
এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া বা আবেদনের শেষ তারিখ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে আশা করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কথামতো খুব শীঘ্রই সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে সমস্ত তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে। তার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে নিয়মিতভাবে সুখবর বাংলা ফলো করার জন্য।
Written by Nabadip Saha.
এই সম্পর্কিত আরও খবর,
১) ব্যাংক একাউন্টের টাকা হচ্ছে গায়েব। আধার প্রতাড়নার হাত থেকে কিভাবে বাঁচবেন?
২) বাংলার কৃষকদের কৃষি যন্ত্রপাতি কেনার জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার।
৩) পুজোর আগেই এই 10টি প্রকল্পের সমস্ত টাকা পেয়ে যাবেন রাজ্যবাসী। আপনি পাবেন কিনা দেখুন?
iam auto rickshaw driver help me
Thank you sir 🙏আপনাকে অনেক ধন্যবাদ।
Help me