চিট ফান্ড কেলেঙ্কারি ও একাধিক অর্থনৈতিক বিপর্যয়ের কারনে দেশবাসীর মনে বিনিয়োগের প্রতি একটি ভয় রয়েছে। তাই Safest Bank List in India বা ভারতের অন্যতম সেরা নিরাপদ ব্যাংকের তালিকা প্রকাশ করা হলো। এমনকি বর্তমানে সেই সমস্ত ব্যাংক বিক্রয় বা প্রাইভেট করার ও চিন্তাভাবনা সরকারের কাছে নেই। ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রাইভেট কোম্পানির কাছে কিছুতেই বিক্রি করতে নারাজ কেন্দ্রীয় সরকার, দেখে নিন তালিকায় রয়েছে কোন কোন ব্যাংকের নাম।
Top 6 Safest Bank List in India
কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার অধীনস্থ IDBI ব্যাংকের কিছুটা শেয়ার নিলামে প্রাইভেট কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থ দপ্তর মারফত। কর্তৃপক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলা হবে। তার মধ্যেই আবারো ব্যাংক বেসরকারি করণ (Bank Privatisation) নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
অনেকেই ভাবছেন যে কেন্দ্রীয় সরকার এরপর আরো কোনো ব্যাংকের বেসরকারিকরণ করতে চলেছে কি। বিশেষ করে সরকারি উচ্চপদস্থ আধিকারিক এবং অর্থনীতিবিদদের আন্দাজ অদূর ভবিষ্যতে আরও একগুচ্ছ ব্যাংকের বেসরকারীকরণ করতে পারে কেন্দ্র। কেননা বর্তমানে কেন্দ্রীয় সরকারের টানাটানির কোষাগারে যদি পাবলিক সেক্টর ব্যাংকগুলি (Public Sector Bank) থেকে সরকার নিজের অংশীদারিত্ব কমিয়ে নিতে পারে সে ক্ষেত্রে খরচের বোঝা অনেকটাই কমবে সরকারের।
তাই এমনটা করার সম্ভবনাই বেশি বলে মনে করছেন তারা। তবে এবার কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে কোনভাবেই তারা Safest Bank List গুলো কে কোনও ভাবেই বেসরকারিকরণ করতে রাজী নন এই ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। কারণ বিশেষজ্ঞদের মতামত যদি এমনটা করা হয় সে ক্ষেত্রে কেন্দ্রের অর্থনীতিতে অনেকটাই লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন কোন ব্যাংকের নাম রয়েছে Safest Bank List এর তালিকায়? চলুন দেখে নিই।
ব্যাংক বেসরকারি করন বা Privatization কোন নতুন প্রক্রিয়া নয় বা বিজেপি সরকারের আমল থেকেই আসেনি। অতীতকাল থেকেই কেন্দ্রীয় সরকারের কোষাগারে যখনি টান পড়ে তখনই বিভিন্ন সরকারি সংস্থাকে সরকার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বেসরকারি সংস্থার কাছে। এতে একদিকে যেমন সরকারের ওপর থেকে খরচের বোঝা কমে, তেমনি অন্যদিকে সেই সংস্থার ব্যবসাও আবার আগের মতো স্বচ্ছল অবস্থায় ফিরে আসে। এই প্রক্রিয়া প্রাইভেটাইজেশন নামে পরিচিত।
তবে অনেক সময় সমগ্র সংস্থাকে কোম্পানির কাছে বিক্রি না করে শুধুমাত্র কিছুটা শেয়ার তার হাতে তুলে দেওয়া হয়। এবং সেই সংস্থায় বেশিরভাগ শেয়ার সরকারেরই থাকে। এগুলো কে বলা হয় পাবলিক সেক্টর ইউনিট। বর্তমানে আমাদের দেশের গুরুত্বপূর্ণ সরকারি বিভাগগুলি যেমন রেল, ব্যাংক, ডাক, জীবন বীমা নিগম ইত্যাদি এই পাবলিক সেক্টর কোম্পানির অন্তর্ভুক্ত।
তবে Privatization মারফত একদিকে যেমন সরকারের কোষাগারে চাপ কমার সুবিধা রয়েছে তেমনি অন্যদিকে এর অসুবিধাও রয়েছে অনেক। যেমন যদি কোন সংস্থার শেয়ার বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া হয় সেক্ষেত্রে সরকারের লাভের অংশীদারিত্বও সরে যায় সেই সংস্থার ওপর থেকে। ফলে কেন্দ্রের অর্থনীতিতে চরম ক্ষতির আশঙ্কা থাকে।
আরও পড়ুন, লটারি কাটার সঠিক নিয়ম শিখে, লটারি জেতার গোপন সুত্র জেনে নিন।
Safest Bank List in India
আর এই ভয়েই এবার কেন্দ্রীয় সরকার সরাসরি ভাবে জানিয়ে দিল যে কোন মতেই তারা দেশের গুরুত্বপূর্ণ Safest Bank List ছটি ব্যাংকের বেসরকারীকরণ করবেন না। কারণ এমনটা করা হলে কেন্দ্রীয় সরকারের কোষাগারে আয়ের পরিমাণ অনেকটা কমে যাবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা হল কয়েকটি উল্লেখযোগ্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক (Safest Bank List).
ATM কার্ড ছাড়াই UPI মোবাইল দিয়ে এটিএম থেকে টাকা তুলবেন? সহজ কৌশল শিখে নিন।
এই সমস্ত ব্যাংকগুলি একটি নির্দিষ্ট অর্থ বছরে (Financial year) অনেকটা পরিমাণ মুনাফা সংগ্রহ করে সরকারের কোষাগারে। আর তাই ভারতীয় নীতি আয়োগ সিদ্ধান্ত নিয়েছে কোনমতেই এই সকল গুরুত্বপূর্ণ ব্যাংকগুলিকে হাতছাড়া না করার।
Written by Nabadip Saha.