বেতনভোগী কর্মীরা দেশের Tax Benefits তথা আয়কর ভাণ্ডারে সবচেয়ে বেশি অর্থ জমা করে থাকে। যা সংগৃহীত মোট করের পরিমানের উপর যথেষ্ট প্রভাব ফেলে। তবে বেতনভোগী কর্মীরা ভাতার উপর করের ছাড় পেয়ে থাকে। বেতনভোগী কর্মচারী মূল বেতন ছাড়াও যেসব অন্যান্য সুবিধা গুলি পেয়ে থাকে, সেগুলি হলো ভাতা। আয়কর রিটার্ন ফাইল করার সময় বিভিন্ন ভাতা ভিত্তিতে আপনি কর কমানোর ক্লেম করতে পারেন। কোন কোন ভাতা থেকে করের উপর ছাড় পাওয়া যায়, তা আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
Income Tax Benefits Return Filing in 2024
- হাউস রেন্ট অ্যালাউন্স
- লিভ ট্র্যাভেল অ্যালোয়েন্স
- স্ট্যান্ডার্ড ডিডাকশন
হাউস রেন্ট অ্যালাউন্স
অনেক বেতনভোগী কর্মচারী বাড়ি ভাড়ার দরুন নিয়োগকর্তার কাছ থেকে হাউস রেন্ট অ্যালাউন্স বা HRA পেয়ে থাকে। এই HRA এর উপর Tax ছাড়ের ক্লেম করা যায় (Tax Benefits)। কিন্তু এক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। আপনি যদি বাড়ি ভাড়া নিয়ে থাকেন, তাহলে তা কর ছাড় যোগ্য হবে। সেক্ষেত্রে Tax ছাড়ের ক্লেম করার সময় বাড়ি ভাড়ার রশিদ জমা করতে হবে এবং এই রশিদ কর্মীর নামেই থাকতে হবে।
অর্থাৎ বাড়ি ভাড়া করতে হবে কর্মীকেই। কর্মীর বাড়ির অন্যকেউ করলে তা ট্যাক্স ছাড়ের আওতায় আসবে না। তবে আপনি HRA পেলেও, যদি বাড়ি ভাড়া নিয়ে না থাকেন তাহলে তা করযোগ্য। বাড়ি ভাড়াতে না থেকে কর ছাড়ের ক্লেম করলে IRS আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে।
লিভ ট্র্যাভেল অ্যালোয়েন্স
বেতভোগী কর্মচারীদের ভ্রমণের জন্য নিয়োগকর্তা HRA এর পাশাপাশি LTA বা লিভ ট্রাভেল অ্যালোয়েন্স দিয়ে থাকে। কাজের ছুটির ফাঁকে ভ্রমণের জন্যই এই এলটিএ প্রদান করা হয়। এই এলটিএ এর উপর Tax Benefits ছাড়ের ক্লেম করা যায়। তবে শুধুমাত্র ভ্রমণের যাতায়াতের খরচের উপরই কর ছাড় মেলে। বিমান, ট্রেন বা অন্যান্য ভাবে যাতায়াতের উপর কর ছাড় পাওয়া যায়।
নতুন বছরে সুদ বাড়লো। এই 6 টি ব্যাংকে টাকা রাখলে পাবেন 8% পর্যন্ত সর্বোচ্চ সুদ।
কেনাকাটা, হোটেলে থাকা কিংবা অন্যান্য খরচের উপর Tax Benefits এর ছাড় পাওয়া যায় না। কর ছাড়ের জন্য আপনার যাতায়াতের প্রমান চাওয়া হতে পারে। সে ক্ষেত্রে প্রকৃত খরচের উপরই কর ছাড় পাওয়া যাবে। একটি বিষয় মনে রাখবেন, এই ছাড় শুধুমাত্র দেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য।
স্ট্যান্ডার্ড ডিডাকশন
গত 2022-23 আর্থিক বর্ষে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি করেছে। পুরানো নিয়ম অনুযায়ী 50,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যেত। তবে নতুন নিয়ম অনুযায়ী 52,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুযোগ শুধুমাত্র বেতনভোগী কর্মচারী এবং পেনশনভোগীরাই পেয়ে থাকেন। স্ট্যান্ডার্ড ডিডাকশনের উপর Tax Benefits পাওয়ার জন্য খরচের রশিদ নিয়োগ কর্তার কাছে জমা করতে হবে।
এছাড়া, বেশ কিছু জনপ্রিয় বিনিয়োগ স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগ করলে আয়কর তথা Income Tax ধারা 80C, আয়কর ধারা 80CCC এবং 80CCD(1) অনুযায়ী করের উপর ছাড় পাওয়া যায়। এই উল্লেখযোগ্য কয়েকটি বিনিয়োগ স্কিম হলো – LIC, EPF, NSC, NPS ইত্যাদি।