DElEd Admission – পশ্চিমবঙ্গে নতুন করে DEleD কোর্সে ভর্তি শুরু হলো। প্রাথমিক শিক্ষক হতে চাইলে আজই আবেদন করুন।
প্রাথমিক শিক্ষক (Primary Teacher) হবার রাজ্যের ছেলেমেয়েদের D.El.Ed কোর্স করার সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। DElEd Admission পেতে এখনই করে ফেলুন আবেদন। তবে আবেদনের আগে যোগ্যতা, নিয়ম কানুন, কি কি ডকুমেন্টস লাগবে এক নজরে দেখে নিন।
West Bengal DElEd Admission 2023 apply online
আপনি কি প্রাথমিকের শিক্ষক হতে চান? ছোটবেলা থেকে এই স্বপ্ন মনের মধ্যে নিয়ে পড়াশোনা করেছেন? তাহলে আজ আপনার জন্য রয়েছে এক বিরাট সুযোগের সুসংবাদ। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের ছেলেমেয়েদের প্রাথমিকের শিক্ষক হবার জন্য D.El.Ed কোর্স করানোর ব্যবস্থা করা হয়েছে।
আমরা সকলেই জানি যে প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকা পদে চাকরি পেতে গেলে D.Ed অথবা D.El.Ed কোর্স করা আবশ্যক। কিন্তু অনেক ছেলেমেয়েরাই ইচ্ছে থাকলেও বিভিন্ন কারণে হয়তো করে উঠতে পারেন না এই কোর্সগুলি। আর তাই এবার তাদের কথা চিন্তা করেই DElEd Admission এর এই বিরাট সুযোগ এনে দিয়েছে তাদের রাজ্য সরকার।
আবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন D.El.Ed কলেজ গুলিতে ভর্তি প্রক্রিয়া তথা DElEd Admission শুরু হতে চলেছে সংশ্লিষ্ট কোর্সগুলির জন্য। তাহলে এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবছরের D.El.Ed কোর্সের বিভিন্ন তথ্য সম্পর্কে।
DElEd Admission 2023 rules
প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য এই যে ডি এড অথবা ডি এল এড কোর্সগুলি কাউন্সিল অফ টিচার এডুকেশন অনুমোদিত এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকৃত সমস্ত কলেজগুলিতে DElEd Admission করানো হয়ে থাকে। এই কোর্স গুলির মেয়াদ হল দুই বছর। আর সেই মত ২০২৩ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট D.El.Ed কোর্সের আবেদন প্রক্রিয়া গ্রহণ করার কাজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ মারফত। এবার দেখে নেওয়া যাক কোন কোন যোগ্যতা থাকা দরকার এই D.El.Ed কোর্সে আবেদন করতে গেলে।
শিক্ষাগত যোগ্যতা
১. প্রধানত যে সমস্ত ছেলেমেয়েরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা সকলেই DElEd Admission এর জন্য আবেদন জানাতে পারেন।
২. তবে এক্ষেত্রে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক বা সেই পরীক্ষায় ছাত্রছাত্রীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।
৩. এই কোর্সের জন্য আবেদন করতে গেলে বয়স সীমা হতে হবে সর্বোচ্চ 35 বছর। তার বেশি বয়সীমার প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন না।
৪. উচ্চমাধ্যমিকে যেকোনো পাঁচটি বিষয়ে প্রাপ্ত সেরা নম্বরের উপর ভিত্তি করে আবেদনকারী প্রার্থীদের মেধা তালিকায় তোলা হবে। যে প্রার্থীর পাঁচটি বিষয়ে সেরা নম্বর যত বেশি সে তত আগে সুযোগ পাবে মেধাতালিকায়।
প্রয়োজনীয় নথিপত্র
১. এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার।
২. যে কোন একটি ফটো আইডেন্টিটি প্রুফ যেমন আধার কার্ড বা ভোটার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি।
৩. বয়সের যে কোন প্রমাণপত্র যেমন মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা আধার কার্ড ইত্যাদি।
৪. মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সকল মার্কশিট ও সার্টিফিকেট সমূহ।
৫. কোনো জাতিগত শংসাপত্র যদি থাকে।
৬. নির্দিষ্ট আবেদন মূল্য ১০০০ টাকা।
আবেদন প্রক্রিয়া
এক্ষেত্রে বিভিন্ন কলেজের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন পত্র জমা করতে হয়।
১. আপনি যে কলেজে এই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
২. তারপর প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্দিষ্ট আবেদন পত্র সঠিকভাবে পূরণ করতে হবে।
আরও পড়ুন, নতুন করে আরও 36 হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। রাজ্য জুড়ে ছেলে মেয়ে
৪. এরপর প্রয়োজনীয় সকল নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
৫. সবশেষে নির্দিষ্ট আবেদন মূল্য জমা করে সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়ার কাজ শেষ হবে। প্রয়োজনে আপনার নিজেদের আবেদন পত্র এবং আবেদন মূল্য জমা করার রিসিপ্ট কপিগুলি প্রিন্ট করে নিতে পারেন।
আরও পড়ুন, স্টেট ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ। উচ্চ বেতন ও দ্রুত নিয়োগ।
আবেদনের শেষ তারিখ
এই বছরের জন্য D.El.Ed কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি কয়েকদিন আগেই প্রকাশ করা হয়েছে বিভিন্ন কলেজ গুলি মারফত। এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু এবং শেষের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা আছে। ইচ্ছুক প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি যেন একবার দেখে নেন।
Written by Nabadip Saha.
এই সংক্রান্ত আরও খবর
১) নিজের জেলায় প্রচুর শূন্যপদে HDFC ব্যাংকে উচ্চ বেতনে চাকরির সুযোগ।
২) ইন্টারভিউয়ের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ।
৩) প্রাইমারী টেট পরীক্ষার দিন ঘোষণা। জেনে নিন যোগ্যতা, সিলেবাস, কত পেলে পাশ?