অটল পেনশন যোজনা বা Atal Pension Yojana

কেন্দ্রীয় সরকার জনসাধারণের জন্য বিভিন্ন জনকল্যাণকর প্রকল্প (Atal Pension Yojana) চালু করেছে। তারমধ্যে আজকে এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করবো যাতে আপনি প্রতি মাসে ১০ হাজার টাকা করে পেতে পারেন। স্বামী স্ত্রী উভয় এই প্রকল্পে আবেদন করতে পারেন। আপনি যদি বয়সকালে বাড়িতে বসেই পেনশন পেতে চান তাহলে এই প্রকল্প এক ও অদ্বিতীয়। এটা আসলেই কেন্দ্রীয় সরকারের একটা নতুন প্রকল্প যার নাম অটল পেনশন যোজনা বা Atal Pension Yojana.

Advertisement

Apply Atal Pension Yojana For 10000 RS Per Month

  • প্রকল্পের বৈশিষ্ট্য
  • বয়স সীমা
  • আবেদনের শর্ত
  • প্রকল্পের সুবিধা
  • আবেদন পদ্ধতি

প্রকল্পের বৈশিষ্ট্য

২০১৫ সালে এই প্রকল্পের উদ্বোধন করেন। যেখানে আপনি প্রতিমাসে যদি ২১০ টাকা করে জমিয়ে ৬০ বছর বয়সের পর থেকে আপনি প্রতিমাসে মোটা টাকা পেনশন পেতে থাকবেন। কোনো ব্যক্তি বয়স হয়ে গেলে কর্মক্ষম থাকেনা। তাই কর্মক্ষম থাকার অবস্থায় আপনি যদি মাত্র ২১০ টাকা করে জমান তাহলে ৬০ বছর পরে মোটা টাকা রিটার্ন পাবেন। জেনে নিন আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য

বয়স সীমা

এই অটল পেনশন যোজনা বা Atal Pension Yojana প্রকল্পে আবেদনের বয়স হচ্ছে ১৮ থেকে ৪০ বছর। যে বয়স থেকেই আবেদন করবেন আপনাকে ৬০ বছর পর থেকেই পেনশন দেওয়া হবে।
৬০ বছর বয়সের পরে, আপনাকে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন দেওয়া হবে।

Ads

আবেদনের শর্ত

  • এই অটল পেনশন যোজনা বা Atal Pension Yojana প্রকল্পের জন্য আবেদনকারী ব্যক্তির সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ বয়স হবে ৪০ বছর। আপনার বয়স যদি ৪০ বছরের বেশি হয় তাহলে আপনি এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন না।
  • আবেদনকারীর একটি ভ্যালিড ব্যাংক একাউন্ট থাকতে হবে এবং নথিভুক্তির সময় আধার নম্বর এবং ফোন নম্বর দিতে হবে। আপনি সহজেই আপনার একাউন্ট সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নামের লিস্টে আপনার নাম আছে কিনা চেক করুন এইভাবে।

  • যে সমস্ত ব্যক্তি সরকারি জব করেননা তাদের পেনশন পাওয়ার জন্য এটি একটি উল্লেখযোগ্য প্রকল্প।
  • যারা আয়কর দেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
  • পোস্ট অফিস বা ব্যাঙ্ক, যে কোনও একটি জায়গায় এই অটল পেনশন যোজনায় বিনিয়োগ করা যায়। সেখানে সেভিংস অ্যাকাউন্ট থাকলেই সেখান থেকে এই প্রকল্পে টাকা জমা দেওয়া যাবে।
  • দেশের বাইরে থাকে এমন ভারতীয় এই সুবিধা পাবেন না।
PM Kisan - পি এম কিষাণ

প্রকল্পের সুবিধা

  • এই অটল পেনশন যোজনা বা Atal Pension Yojana প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল এই প্রকল্পের বিনিয়োগ চলাকালীন যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে তার সমস্ত টাকা নমিনিকে দেওয়া হবে।
  • স্বামী স্ত্রী দুজনেই যদি এই প্রকল্পে আবেদন করেন তাহলে ৬০ বছর পর দুজনের সম্মিলিত ভাবে ৫০০০ করে মোট ১০ হাজার টাকা করে পেনশন পাবেন।
  • আপনি যদি ১৮ বছর বয়স থেকে এই প্রকল্পে বিনিয়োগ করা শুরু করেন এবং যদি আপনি বিবাহিত হন তাহলে স্বামী এবং স্ত্রী প্রতিমাসে এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারবেন।

পিএম কিষান যোজনার 17 তম কিস্তির টাকা কবে পাবে কৃষকবন্ধুরা? লিস্ট ও তারিখ চেক করুন।

  • তারপর ৬০ বছর বয়সে তারা এই প্রকল্পের অধীনে মাসিক পেনশন পেয়ে যাবেন।
  • প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশনে নিশ্চয়তা দিয়ে থাকে অটল পেনশন যোজনা।
  • যদি প্রতিমাসে ২১০ টাকা করে বিনিয়োগ করা যায় তাহলে আপনি প্রতি মাসে ৫,০০০ করে পেনশন পেয়ে যাবেন। অর্থাৎ দুজন মিলে আপনারা প্রতিমাসে ১০ হাজার টাকা করে পেনশন পাবেন।
  • বেসরকারি সংস্থা ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা সর্বদাই চিন্তা করে থাকেন বয়স হলে তাঁদেরল সংসার কী করে চলবে। তাঁদের সেই সমস্যা দূর করার জন্যই অন্যতম প্রকল্প হল অটল পেনশন যোজনা বা Atal Pension Yojana.

আবেদন পদ্ধতি

যে ব্যাংকে আপনার একাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়েই অটল পেনশন যোজনা বা Atal Pension Yojana এর ফ্রম চেয়ে নিয়ে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করে আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে সেই ব্যাংকের কর্মীর সাথে কথা বলে জেনে এই প্রকল্পের সুবিধা ভোগ করুন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *