Credit Card – বদলে গেল ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়ম! RBI এর এই নতুন নিয়ম না মানলে দিতে হবে জরিমানা।
বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি অনলাইন কেনাকাটার করে থাকে (Credit Card) কিংবা অনলাইন টাকা ট্রান্সফার করে থাকেন। অনলাইন মার্কেটিং এতটাই বৃদ্ধি পেয়েছে যে এখনকার সমস্ত দোকানে অনলাইন পরিষেবা রাখা হয়। অনলাইন কেনাকাটা বা টাকা লেনদেনের সুবিধা এইযে পকেটে টাকা নিয়ে ঘুরতে হয়না। এছাড়া খুব সহজেই বাড়িতে থেকেই অনলাইনে কেনাকাটা করা যায়।
What is The New Rule for Credit Card Payment?
বাড়িতে বসেই বাড়ি ভাড়া, দোকান ভাড়া, টিউশন ফি এছাড়া খাবার, ড্রেস সবই Credit Card তথা ক্রেডিট কার্ড দিয়ে কিনছে। তবে কিছু ব্যক্তি একাধিকবার ক্রেডিট কার্ড ব্যবহার করছে। এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড ব্যবহারের ওপর কিছু নির্দেশিকা দিলো।
জানা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) খুব শীঘ্রই Credit Card তথা ক্রেডিট কার্ড এর মাধ্যমে বাড়ি ভাড়া, দোকান ভাড়া, সোসাইটি ফি, টিউশন ফি এবং ভেন্ডর ফি প্রদান করা হয়ত বন্ধ করতে চাইছে। যেসব ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই অপশনগুলো ব্যবহার করতেন তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন।
আরবিআই বলছে, Credit Card তথা ক্রেডিট কার্ড মূলত ব্যবসায়ীদের লেনদেনের জন্য ব্যবহার হওয়া উচিত। ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য ক্রেডিট কার্ড নয়। রিজার্ভ ব্যাংক বলছে, গ্রাহক ও মার্চেন্ট ছাড়া অন্য কোনও ক্ষেত্রে যদি লেনদেন করতে হয় সেক্ষেত্রে গ্রহীতার বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে।
বিগত কয়েক বছরে Credit Card তথা ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ব্যক্তিগত কাজে বেশি করে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। জানা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় 1.5 লাখ কোটি টাকা প্রদান করা হয়েছে। বার্ষিক ভিত্তিতে প্রায় 26 শতাংশ বৃদ্ধি পেয়েছে।
যার মধ্যে রেন্ট, টিউশন ফি এবং সোসাইটি ফি-র মতো ফি এগুলো সবচেয়ে বেশি রয়েছে। গত কয়েক বছরে বেশ কয়েকটি ফিনটেক কোম্পানি ভারতে এসেছে যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে রেন্ট পেমেন্ট অপশন প্রদান করে থাকে। সেক্ষেত্রে এই ধরনের কোম্পানি এক থেকে তিন শতাংশ ফি নিয়ে থাকে।
এক্ষেত্রে গ্রাহকদের অনেক সময় দেখা যায় ব্যক্তিগত অর্থের প্রয়োজন হলে তারা এই অপশন ব্যবহার করে Credit Card তথা ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে নিচ্ছে। সেক্ষেত্রে গ্রাহকদের সুবিধা হলেও চাপ পড়ছে ক্রেডিট কার্ড কোম্পানির ওপর। তাই রিজার্ভ ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে ব্যক্তিগত কাজ করা বন্ধ করতে চলেছে।
ব্যাংক একাউন্ট থেকে 10000 টাকার বেশি তোলা যাবে না! রিজার্ভ ব্যাংকের নিয়ম জেনে নিন।
এতে সাধারণ মানুষ একটু অসুবিধার মধ্যে পড়বে তবে ক্রেডিট কোম্পানির অনেকটাই চাপমুক্ত হবে। আরবিআই (RBI) অ্যাকশনে আসার পরে ব্যাঙ্কগুলো সজাগ হয়ে উঠেছে। এখনও কোনও বড় পদক্ষেপ নেওয়া না হলেও, এই ধরনের পেমেন্ট বন্ধ করার চেষ্টা শুরু হয়েছে। অনেক ব্যাঙ্ক বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে।