আধার কার্ড তথা Aadhaar Card Update নিয়ে বড় ঘোষণা করল UIDAI, এবার থেকে সুবিধা হতে চলেছে বহু মানুষের। আর এর ফলে আর পোস্ট অফিস বা ব্যাংকে কাজ ফেলে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। আপনি বাড়ি থেকেই এই সুবিধা পেয়ে যাবেন। তবে আগে থেকে জেনে নিন, কারা এই সুবিধা পাবেন? কিভাবে পাবেন ও কি কি সুবিধা পাবেন।
Aadhaar Card Update Service from your home
কেন্দ্রীয় সরকার মাঝেমধ্যেই বিভিন্ন নিয়ম কানুনে পরিবর্তন এনে থাকে। যেমন এর আগেই হিড়িক উঠেছিল সমস্ত ক্ষেত্রে আধার নম্বর সংযুক্ত করার (Check Aadhaar Status)। সেই অনুযায়ী অনেকেই সম্পন্ন করেছেন ইতিমধ্যে এই কাজ (Aadhaar Pan Link). যদিও অনেকেই এখনো বাকিও রয়ে গিয়েছেন বিষয়টিকে এড়িয়ে। তবে এবার আধার কার্ড নিয়ে (Aadhaar Card Update) এলো একটি বিশেষ ঘোষণা।
Aadhaar Card Update
আধার সংস্থা UIDAI স্বয়ং এ বিষয়ে বার্তা দিয়েছে। এর দ্বারা সুবিধা পেতে চলেছেন অনেক মানুষ। তো চলুন দেখে নেওয়া যাক কি সিদ্ধান্ত নেওয়া হলো আধার কার্ড নিয়ে কেন্দ্রের তরফে।
ভারতে বসবাসকারী মানুষের কাছে আধার কার্ড হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নথি। পড়াশোনা থেকে শুরু করে চাকরি হোক বা কোন সরকারি স্কিমের সুবিধা লাভ হোক সবকিছুতেই আধার কার্ড গুরুত্বপূর্ণ।
এমনকি কোন ব্যক্তি মারা যাবার পর তার ডেথ সার্টিফিকেট (Death Certificate) তৈরিতেও আধার কার্ড লাগে। তাই আধার ছাড়া ভারতের জনগণের জীবনে এক কথায় অচলই বলা যেতে পারে বর্তমান কালে। ২০১৪ সালের প্রথম দেশের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কর্তৃক চালু করা হয় এই কার্ড। তারপর থেকে কেটে গেছে দীর্ঘ নয় বছর। কিন্তু এখনো পর্যন্ত এমন কিছু মানুষ আছেন যাদের আধার কার্ড (Aadhaar Card Update) নেই। কোন কারনে হয়তো তারা করাতে পারেননি এই কার্ড। তাদের জন্য এবার বড়সড় সিদ্ধান্ত নিল আধার কার্ড কর্তৃপক্ষ UIDAI.
Aadhaar Card Update Home Service
আধার কার্ড হোম সার্ভিসঃ
সম্প্রতি আধার সংস্থা UIDAI জানিয়েছে এখন থেকে দেশজুড়ে চালু করা হলো আধার কার্ডের হোম সার্ভিস সিস্টেম। মানে যেমন করে বর্তমানে গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারি করা হয় তেমন করেই বাড়ি বাড়ি গিয়ে তৈরি করে দিয়ে আসা হবে আধার কার্ড। আগে যেমন আধার কার্ড তৈরির (Aadhaar Card Update Service) জন্য কোন ক্যাম্পে অথবা গ্রাহক পরিষেবা কেন্দ্রে আপনাদের ছুটতে হতো। কিন্তু এখন গ্ৰাহক পরিষেবা কেন্দ্রের লোকেরা আপনার বাড়ি এসে তৈরি করে দিয়ে যাবে আপনার আধার কার্ড। ফলে সুবিধা হবে অনেক মানুষেরই।
আরও পড়ুন, জনধন একাউন্ট থাকলে কেন্দ্র সরকার দিচ্ছে 10,000 টাকা। কিভাবে পাবেন জেনে নিন।
কিভাবে পাবেন সুবিধা?
আধার কার্ডের এই হোম সার্ভিস সুবিধা পেতে হলে প্রথমে আপনাকে আধার কর্তৃপক্ষের কাছে একটি মেইল করতে হবে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নির্দিষ্ট মেইল আইডিতে মেইল করতে হবে। এই মেইল আইডি নিচে দেওয়া আছে। তার আগে নিয়ম জেনে নিন।
Email এ কি লিখতে হবে?
ইমেইল এ উল্লেখ করতে হবে কেন আপনি বাইরে গিয়ে আধার কার্ড করাতে পারবেন না সেই কারণ এবং তার সঙ্গে নিজের প্রয়োজনীয় নথিপত্র গুলি সংযুক্ত করে আপলোড করতে হবে মেলে। মেলটি কর্তৃপক্ষ মারফত রিসিভ করার পর আধার কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়ে আপনার পাঠানো নথি খতিয়ে দেখে বিবেচনা করবে সংস্থা। তারপর, যদি ঠিক মনে হয়, আপনাকে বাড়িতে গিয়ে আধার কার্ড তৈরি করে দেওয়া হবে আপনি মেল করার ৭ দিনের মধ্যে।
এক্ষেত্রে আপনাকে একটি তারিখ দেওয়া হবে। সেই সঙ্গে দেওয়া হবে একটি অ্যাপ্লিকেশন নাম্বার। উল্লেখিত তারিখে গ্রাহক পরিষেবা কেন্দ্রের লোক আপনার বাড়ি আসবে আধার কার্ড তৈরি করতে। আপনি চাইলে গোটা বিষয়টি স্থগিত করতে বা ক্যান্সেল করতে পারবেন নির্দিষ্ট দিন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের দিনের ৪৮ ঘণ্ট আগে। সে ক্ষেত্রে দিতে হবে না কোনও টাকা।
আরও পড়ুন, ব্যাংকের সুদ নিয়ে RBI এর কড়া নিয়ম। আর ঠকবেন না গ্রাহকেরা। এবার পাবেন সর্বোচ্চ সুদ।
কারা এই সুবিধা পাবেন?
UIDAI কর্তৃক সদ্য চালু করা এই আধার কার্ডের হোম সার্ভিস সুবিধা কিন্তু সকলেই পাবেন না। কেবলমাত্র যারা বয়স্ক মানুষ অথবা কোন শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে ভুগছেন, তারাই এই সুবিধা লাভের জন্য আবেদন জানাতে পারেন। এছাড়া ৮০ বছর বা তার অধিক বয়স্ক ব্যাক্তিরাও এই সুবিধা পেতে পারেন।
কত টাকা লাগবে?
এই Aadhaar Card Update পরিষেবা নিতে হলে আপনাকে ৭০০ টাকা জমা করতে হবে গ্রাহক পরিষেবা কেন্দ্রের লোকেদের কাছে। তবে যদি একই সময়ে একই পরিবারের একাধিক ব্যক্তি এই পরিষেবা একই ঠিকানায় নিতে চান তবে ৭০০ টাকাই দিতে হবে প্রথমজনের ক্ষেত্রে। বাকিদের ক্ষেত্রে ৩৫০ টাকা করে হবে সেই অঙ্কটা কমে। আগাম দিতে হবে না এই টাকা।
যেদিন গ্রাহক Aadhaar Card Update পরিষেবা কেন্দ্রের লোক আধার কার্ড (Aadhaar Card) তৈরি করে দিতে আপনার বাড়িতে আসবে সেদিনই এই টাকা দিতে হবে হাতে হাতে। টাকা জমা করার পর আপনাকে একটি রিসিপ্ট কপি দেওয়া হবে। যদি গ্রাহকের কোনও সমস্যার জন্য এই পরিষেবা গ্রহণ করা সম্ভব না হয় তবে নির্ধারিত চার্জ আধার কর্তৃপক্ষকে দিতে বাধ্য থাকবেন।
Written by Nabadip Saha.